শিরোনাম
◈ টাকা ধার নিয়ে অনেকেই গড়িমসি করেন, ফেরত না দিলে যা করবেন ◈ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিৎ: নাহিদ ইসলাম ◈ শাপলা চত্বরে ‘গণহত্যা’ : হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হেফাজতে ইসলামের ◈ ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আন্দোলনকারীরা আমারই ভাই, কার ওপর কঠোর হব : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ◈ চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ এবার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি ◈ চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় দাসের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ◈ সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির ◈ অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আব্দুল্লাহ আল জ্যাকবকে রিমান্ড শেষে কারাগারে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৮ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুরঞ্জিত সেনগুপ্ত : রাজনীতিকে রঞ্জিত করেছেন যিনি

বিভুরঞ্জন সরকার : বাংলাদেশের রাজনীতির এক অসাধারণ নাম সুরঞ্জিত সেনগুপ্ত। তার রাজনৈতিক জীবনকে এক কথায় বর্ণাঢ্য বলে শেষ করে দেয়া যাবে না। প্রায় পাঁচ দশকের রাজনীতির জীবন ছিলো তার। জন্মগ্রহণ করেছিলেন গত শতকের মাঝামাঝি সময়। বৃটিশবিরোধী আন্দোলন তখন শেষ। বৃটিশরা ভারত ছাড়ার তোড়জোড় করছে। সা¤প্রদায়িক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগ চূড়ান্তপ্রায়। সুরঞ্জিত সেনগুপ্ত জন্মগ্রহণ করলেন অবিভক্ত ভারত বর্ষে ১৯৪৬ সালের ৫ মে। এক বছরের একটু পরেই দেশ ভাগ হলো, সুরঞ্জিত সেনগুপ্তের জন্মভূমি সিলেটের সুনামগঞ্জ পড়লো পাকিস্তান রাষ্ট্রে। স্বাধীন রাষ্ট্র কিন্তু সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত ছিলো না ওই রাষ্ট্রে। যেহেতু মুসলিম রাষ্ট্র, সেহেতু স্বভাবতই অন্য ধর্ম স¤প্রদায়ের মানুষ ছিলো পাকিস্তানে কার্যত দ্বিতীয় শ্রেণির নাগরিক।

কেবল ধর্মের কারণে বৈষম্য ছিলো তা নয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর দেখা গেলো রাষ্ট্রটি বাঙালিরও স্বার্থবিরোধী। পাকিস্তানি শাসকরা বাঙালির মুখ থেকে তার মায়ের ভাষাও কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছিলো। ফলে নবীন পাকিস্তান রাষ্ট্রে ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াই শুর হয়েছিলো আটচল্লিশ সাল থেকেই। তাই এটা বলা যায় যে, সুরঞ্জিত সেনগুপ্ত বেড়ে উঠছিলেন এক বৈরি ও প্রতিবাদী পরিবেশে। পরিবেশ-পরিস্থিতি মানুষের মানস গঠনে প্রভাব বিস্তার করে থাকে। সুরঞ্জিত সেনগুপ্তেরও করেছিলো বলেই তিনি রাজনীতির দুর্গম পথে হেঁটেছেন সারাটা জীবন। রাজনীতিতে প্রতিষ্ঠা ও সম্মান পেয়েছেন। তবে শীর্ষে আরোহণের জন্য তাকে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে।

ছাত্রজীবনেই রাজনীতিরও পাঠ গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। থাকতেন জগন্নাথ হলে। তখনই জড়িয়ে পড়েন বাম ধারার ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে। একবার জগন্নাথ হল ছাত্রসংসদ নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে সহ-সভাপতি পদে মনোনয়নও পেয়েছিলেন। ছাত্রাবস্থায় অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো। তবে শেষপর্যন্ত অভিনয় আর টানেনি। অভিনেতা থেকে নেতা হয়ে গেলেন। অভিনয়ের চেয়ে রাজনীতির প্রতি টানটা বেশি ছিলো বলেই রাজনীতিটাই অগ্রাধিকার পেয়েছিল। গত শতকের ষাটের দশকে শুরু, শেষ হলো ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি। সময়টা নেহায়েত ছোট নয়।

প্রথমে ছিলেন বাম রাজনীতিতে। সমাজতন্ত্র তথা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য ঠিক করেছিলেন। ন্যাশনাল আওয়ামী পার্টির ( অধ্যাপক মোজাফফর আহমেদের নেতৃত্বাধীন) প্রার্থী হিসেবে ১৯৭০ সালের পাকিস্তানভিত্তিক নির্বাচনে সুনামগঞ্জের একটি প্রাদেশিক পরিষদ আসনে জয়ী হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আওয়ামী লীগের ওই জোয়ারের মুখেও তিনি নির্বাচিত হয়ে একদিকে যেমন নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছিলেন, অন্যদিকে রাজনীতির আকাশে নতুন তারার উদয়বার্তারও ঘোষণা দিয়েছিলেন। সেই যে উত্থানপর্বের সূচনা, সেটাকে কেবল সামনেই এগিয়ে নিয়েছেন। পথটা মসৃন ছিলো না। ফুল বিছানো তো নয়ই। কিন্তু বাধা অতিক্রমের দুর্দান্ত শক্তি বা ক্ষমতা তার ছিলো।

প্রথমে ছিলেন ছোট দলের বড় নেতা। ন্যাপের ঘর তার রাজনৈতিক আকাক্সক্ষা পূরণের উপযুক্ত ছিলো না। তিনি ন্যাপ ছেড়ে বামপন্থি অন্য দল গড়ার চেষ্টা করেছেন। একতা পার্টি, গণতন্ত্রী পার্টি ইত্যাদি। কিন্তু তার জন্য এই দলগুলো ছিলো খুবই ছোট। তাই এক সময় তিনি এ দেশের ঐতিহ্যবাহী এবং বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগ নেতা হিসেবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ছোট দল থেকে বড় দলে গিয়েও তিনি ছোট নেতা ছিলেন না। বড় দলেরও বড় নেতাই হয়েছিলেন।

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছিলেন। এক এগারোর সময় দলে সংস্কার প্রস্তাব করে তিনি অন্য তিন সিনিয়র নেতার সঙ্গে কিছুটা বেকায়দায় পড়েছিলেন। তারপরও ধাক্কা সামাল দিয়ে দলের উপদেষ্টামন্ডলীর সদস্য হয়েছিলেন। মন্ত্রীর মর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রেল মন্ত্রী হয়ে অবশ্য ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিলো। এটা ছিলো তার অতি উজ্জ্বল রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে ম্লান অধ্যায়।

বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে সুরঞ্জিত সেনগুপ্তের নাম চিরদিন উজ্জ্বল হরফেই লেখা থাকবে। তিনি সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তুখোড় পার্লামেন্টারিয়ান হিসেবে তার ঈর্ষণীয় খ্যাতি ছিলো। সংসদে তিনি অসাধারণ সব বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি যে যুক্তিবান নিক্ষেপ করতেন তা ছিলো অব্যর্থ। কি সরকারি দলে, কি বিরোধী দলে – সংসদে তিনি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাকে যারা অপছন্দ করতেন, তারাও তাকে উপেক্ষা করতে পারতেন না। নবীন সংসদ সদস্যদের কাছে তিনি ছিলেন শিক্ষকতুল্য।

সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ। সদা হাসিখুশি প্রাণবান এবং সবার সঙ্গে প্রীতি ও সৌহার্দ্যময় সম্পর্ক তার মতো আর খুব বেশি জনের আছে বলে মনে হয় না। অত্যন্ত সুরসিক ও রাজনীতি মনস্ক এই মানুষটি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। সাব-সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীন বাংলাদেশে প্রথম পার্লামেন্টে তিনি একাই ছিলেন একশ। তার শানিত বক্তব্য সবাই মুগ্ধ হয়ে শুনতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাকে স্নেহ করতেন, পছন্দ করতেন। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের প্রথম সংবিধানে তিনি কিছু বিষয়ে আপত্তি থাকায় স্বাক্ষর করেননি। আমার বিবেচনায়, এটা ছিলো তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি বড় ভুল।

ভুলত্রুটি মিলিয়েই মানুষ। সুরঞ্জিত সেনগুপ্তও নিশ্চয়ই শতভাগ নির্ভুল মানুষ নন। কিন্তু তিনি ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়েছেন। তিনি এক জায়গায় দাঁড়িয়ে কালক্ষেপণ করেননি। আমাদের দেশে সাম্প্রদায়িক রাজনীতি যখন নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যখন এক ধরনের আপোসকামিতা আওয়ামী লীগের মধ্যেও লক্ষণীয় হয়ে উঠেছে, তখন সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এর বিরুদ্ধে উচ্চকন্ঠ। তার মৃত্যুতে জাতীয় রাজনীতির ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের কিছু বিষয়ে নমনীয়তার বিরুদ্ধে কথা বলার মতো বুকের পাটা আর কারো আছে বলে মনে হয় না।

আমি অত্যন্ত প্রীত বোধ করি এই কারণে যে তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিলো। তার স্নেহ আমি পেয়েছি। তিনি আমার রাজনৈতিক লেখা পছন্দ করতেন। তার সঙ্গে প্রথম পরিচয় হয় ১৯৭২ সালে পঞ্চগড়ে। ন্যাপের একটি জনসভায় অংশ নিতে তিনি পঞ্চগড় গিয়েছিলেন। তখন সংসদে বিরোধী দলীয় সদস্য হিসেবে প্রচ- জনপ্রিয়। প্রচুর জনসমাগম হয়েছিলো তার জনসভায়। তিনি আমাদের বোদাতেও গিয়েছিলেন এবং ঘরোয়া বৈঠকে আমাদের সঙ্গে একান্তে কথা বলেছিলেন। সেই যে পরিচয় সেটা অক্ষুণœ ছিলো শেষ পর্যন্ত। তার সঙ্গে সাক্ষাতে যেমন কথা হয়েছে, তেমনি টেলিফোনেও অনেক সময় কথা হয়েছে। কোনো খবর জানতে চাইলে তিনি সেটা অকপটে জানাতেন। লেখার মতো না হলে সেটাও বলতেন।

মাঝখানে আমি লেখালেখি কমিয়ে দিয়েছিলাম। একদিন দেখা হতেই ভর্ৎসনা করে বললেন, কার ওপর অভিমান করো? না লিখলে তোমার ক্ষতি। পাঠক তোমাকে ভুলে যাবে। কীভাবে প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে টিকে থাকতে হয় সেটা তাকে দেখে শিখতে বলতেন। ল্যাবএইড হাসপাতালে ডা. বরেন চক্রবর্তী আমার অ্যানজিওগ্রাম করলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো। একই দিন সুরঞ্জিতদাও হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আমরা পাশাপাশি বেডে থাকায় অনেক লম্বা সময় তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিলো। রাজনীতির ভেতরের কতো কথা যে বলেছিলেন। তাকে তার জীবনকথা লিখতে বলেছিলাম। রাজি হয়েছিলেন কিন্তু কাজটি করেছেন কি না জানি না।

একটি ঘটনার কথা উল্লেখ না করে পারছি না। ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে তিনি নিজের নির্বাচনী এলাকা দিরাই-শাল্লায় অল্প ভোটে হেরে গিয়েছিলেন। এই ঘটনাটি তাকে মর্মাহত করেছিলো। যে মানুষের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, সেই মানুষ তাকে ভুল বুঝলো বা তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলো- এটা তিনি সহজভাবে নিতে পারছিলেন না। যাহোক, কিছুদিন পর হবিগঞ্জের একটি আসনে উপনির্বাচনে তিনি অংশ নেন এবং বিজয়ী হয়ে আসেন। হবিগঞ্জের উপনির্বাচনে তার একটি প্রচারপত্র লিখে দেয়ার জন্য তিনি আমার কাছে লোক পাঠিয়েছিলেন এবং ফোন করেছিলেন। আমি সহজ-সরল ভাষায় একটি প্রচারপত্র মুসাবিদা করে দিয়েছিলাম। সেটি পড়ে দাদা পছন্দ করেছিলেন। ওই প্রচারপত্রটি ছাপিয়ে পুরো নির্বাচনী এলাকায় বিলি কর হয়েছিলো। ভোটে জিতে এসে সুরঞ্জিতদা আমাকে ফোন করে বলেন, তোমার লিফলেট পড়ে মানুষ আমাকে ভোট না দিয়ে থাকতে পারলো না।

সুরঞ্জিত সেনগুপ্তের মতো মানুষ আমাকে ফোনে ওই কমপ্লিমেন্ট না দিলেও পারতেন। কিন্তু তিনি যে ছিলেন রাজনীতির ভুবন রঞ্জিত করা এক ব্যতিক্রমী রাজনীতিবিদ। ছোটখাট অনেক বিষয়ও তার নজর এড়াতো না বলেই তিনি সবার কাছাকাছি যেতে পেরেছেন। তিনি যেমন মানুষকে আপন করে নিয়েছেন, মানুষকে ভালো বেসেছেন, মানুষও তাকে সমান ভালোবাসা দিয়েছে। ৫ ফেব্রুয়ারি মৃত্যুদিনে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

লেখক : গ্রুপ যুগ্ম সম্পাদক, আমাদের নতুন সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়