শিরোনাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাবলিক ডিপ্লোম্যাসি’ নামে নতুন একটি ধারণার প্রবর্তন করতে চাই : ড. এ কে আব্দুল মোমেন

নাঈমা জাবীন : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের দেশের উন্নয়ন কাজের বেশিরভাগই বাস্তবায়ন হয় আমলাদের হাত ধরে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সরকারের উন্নয়নকাজ বাস্তবায়ন ও সরকারের লক্ষ্য অর্জনে তাদেরও দিন-রাত পরিশ্রম করতে হয়। আবার দেশের সংকট নিরসনেও তাদের চিন্তাপ্রসূত নির্দেশনাও সরকারের মন্ত্রী-এমপিদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। তবে এসব কিছুর বাইরেও ‘পাবলিক ডিপ্লোম্যাসি’ নামে নতুন একটি ধারণার প্রবর্তন করতে চাই আমি। আমাদের স্থানীয় ও জাতীয় সংকট মোকাবেলা ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি বাড়াতে এ প্লাটফর্ম সহায়ক হতে পারে। এককথায় বলতে গেলে, দেশের উন্নয়নকাজ চালিয়ে নেয়া, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ, অপ্রত্যাশিত সংকট মোকাবেলায় ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, চিন্তাশীল, গণমাধ্যমকর্মী, সমাজচিন্তক, রাজনীতি বিশ্লেষক, শিক্ষাবিদ, সিভিল সোসাইটির সদস্য, সরকারি-বেসরকারি উন্নয়ন কর্মী, ব্যবসায়ী সম্প্রদায়সহ সব স্তরের লোকদের অন্তর্ভুক্ত করতে চাই। প্রবাসীরা তো থাকবেনই। যারা ইস্যুভিত্তিক নানা ক্ষেত্রেই নিজেদের অভিজ্ঞতা ও পড়াশোনার আলোকে পরামর্শ দিতে পারবেন। যার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ ও শক্তিশালী হবে। সূত্র : বণিক বার্তা
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে সম্প্রতি বিশ্বের উন্নত দেশসহ অনেক দেশই এ প্রক্রিয়া অবলম্বন করতে শুরু করেছে। আসলে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের শক্তিশালী হিসেবে জানান দেয়ার ক্ষেত্রে দেশগুলোর কৌশলও পাল্টেছে। এখন কেবল দক্ষ সামরিক বাহিনী আর অত্যাধুনিক অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে দমন করা যায় না। সম্মুখ যুদ্ধের রীতিরও পরিবর্তন ঘটেছে। এখন বিশ্বব্যাপী চলছে জনমত গঠন ও প্রচার মাধ্যমের দামামা। বুদ্ধিবৃত্তিক আর জ্ঞানগত কৌশলের এ যুদ্ধে বিজয়ী হতে হলে দরকার মেধার যথাযথ ব্যবহার। পাবলিক ডিপ্লোম্যাসি প্লাটফর্মের মাধ্যমে দেশ ও বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মেধার যথাযথ ব্যবহার করে তাদের মাধ্যমে জনমত গঠন, প্রচার-প্রচারণা জোরদার করতে চাই, যাতে সরকারের জন্য কাজটি সহজতর হয়। এক্ষেত্রে শক্তিশালী দেশপ্রেমিক গণমাধ্যমও দরকার হবে। এ প্লাটফর্মের মাধ্যমে আশা করছি সব স্তরের মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়