শিরোনাম
◈ সীমান্তে বিকট শব্দে বিস্ফোরণ, টেকনাফে আতঙ্কে স্থানীয়রা ◈ মাদক সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী টয়ার প্রতিক্রিয়া ◈ আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা মিলবে সঞ্চয়পত্রে  ◈ বাংলাদেশের জনগণের উদ্দেশে খোলা চিঠি ভারতীয় সুধীজনদের (ভিডিও) ◈ ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বাংলাদেশ ◈ দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস ◈ আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার: তারেক রহমান ◈ ফিলিস্তিনিরা হেলাফেলার যোগ্য নয়, প্রতিটি ফিলিস্তিনির জীবন গুরুত্বপূর্ণ : ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা  ◈ মুর্শিদাবাদ-মালদহ বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর রঞ্জন ◈ আ. লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিথি পাখির কোলাহলে মুখর মৌলভীবাজারের বাইক্কা বিল

মোহাম্মদ মাসুদ : মৌলভীবাজারের বাইক্কা বিল মাছের পাশাপাশি এখন পাখিদেরও অভয়াশ্রম। প্রতিদিন এখানে জড়ো হচ্ছে অসংখ্য পরিযায়ী পাখি। সকাল-সন্ধ্যা অতিথি ও স্থানীয় পাখির কলকাকলিতে মুখর বিলটি হয়ে উঠেছে মনোমুগ্ধকর। তবে, পাখির খাদ্য সংকট, শিকারির তৎপরতা ও আবাসন পরিবর্তনের কারণে ক্রমশ কমে আসছে পাখির উপস্থিতি। সূত্র : সময় টিভি।

শীতের শুরুতেই ঝাঁক বেঁধে বিলে আসে নানা প্রজাতির পাখি। বিলের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত শুধু পাখিরই অবাধ বিচরণ। রাত কিংবা ভোর অথবা দিনের সোনালি রোদ গায়ে মেখে বেগুনি কালেম, সরালী, বালিহাঁসসহ নাম না জানা অসংখ্য পাখির জলকেলি বিলের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। আর এই অপরূপ সৌন্দর্য উপভোগে পাখি ও প্রকৃতি প্রেমীদের বেড়ানোর অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই বাইক্কা বিল।

খাদ্য সঙ্কটের পাশাপাশি শিকারিদের তৎপরতার কারণে পাখিদের উপস্থিতি কমে যাওয়ার আশংকা দর্শনার্থীদের।
দর্শনার্থীরা বলেন, এখানে তিন থেকে চার প্রকার পাখি আছে। আগেরবার যখন এসেছিলাম তখন সুন্দর সুন্দর পাখি ছিল। কিন্তু এবারে নেই। এছাড়া রাস্তা ভাঙ্গাচোরা। এটি ঠিক করা হলে আরো দর্শনার্থী আসতো।

জেলা প্রশাসন বলছে, বাইক্কা বিলকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে । সিএলআরএস সাইড অফিসার মো মনিরুজ্জামান চৌধুরী বলেন, 'বাইক্কা বিলের যাওয়ার রাস্তার সমস্যার বিষয়ে জেলা প্রশাসন ওয়াকিবহাল। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টি আমাদের নজরে আছে।

বাইক্কা বিলসহ আশেপাশের ১শ' ৭০ হেক্টর আয়তনের এলাকাকে পাখির স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। গত বছরের পাখি শুমারি অনুযায়ী, ১০ হাজার ৭শ' ১২টি পাখির অস্তিত্ব পাওয়া গেছে এ বিলে। প্রতি শীতেই ৪০ প্রজাতির দেশি বিদেশি পাখির আগমন ঘটে এখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়