শিরোনাম
◈ বেগম খালেদা জিয়া'র  সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ◈ পরিকল্পিতভাবে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে, একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় হতে পারে না : নাহিদ ইসলাম ◈ শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা  ◈ শিক্ষার্থীদের সংঘর্ষে অস্থির ঢাকা, শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার ◈ কোনো শিক্ষার্থী নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির ◈ শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে হবে, না হলে দেশ অন্যদিকে চলে যাবে: মোল্লা কলেজের অধ্যক্ষ ◈ জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ গণতন্ত্রকামীদের সর্তক থাকতে হবে, আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না: তারেক রহমান  ◈ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার ◈ শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্বপ্নের বাংলাদেশ’ গড়া থেকে আমরা বহুদূরে, বললেন আব্দুল হক

মারুফুল আলম : জাপানিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসোসিয়েশনের বিশেষ উপদেষ্টা আব্দুল হক বলেছেন, স্বপ্নের বাংলাদেশ গড়া থেকে আমরা এখনো বহুদূরে অবস্থান করছি। নিঃসন্দেহে আমরা ব্যর্থ হয়েছি। যে রকম রাষ্ট্র গড়ার জন্য জনগণ রক্ত দিলো, সে লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি।

শুক্রবার চ্যানেল আই’র তৃতীয় মাত্রায় তিনি আরো বলেন, নিয়মতান্ত্রিক সমাজ উন্নয়নের ব্যাপারগুলো বারবার উপেক্ষিত হয়েছে দেশে। এর বিপরীতে এক ভয়াবহ পাচার, সম্পদ-লুণ্ঠনসহ ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে ওঠেছে। এখানে যারা সম্পদশালী হচ্ছেন, তাদের সম্পদ অর্জিত নাকি অনার্জিত সে বিষেয়েও প্রশ্ন তোলেন তিনি।

বাংলাদেশে নতুন রকম একটি উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে রাজনৈতিক দলগুলো সংঘাত, হরতাল, অবরোধ ইত্যাদি করতো, এখন সেরকম কিছু নেই। এটিকে এক ধরণের রাজনৈতিক পরিপক্কতা বলা যেতে পারে। ভয়াবহ পরাজয়ের পরও বিরোধীদল সে রকম কিছু করেনি। তবে এটি যদি বিরোধী দলের অসামর্থ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই একটি কর্তৃত্ববাদী সরকার ডেভেলপ করে যাচ্ছে, যা শংকার বিষয়।

অপরদিকে শেখ হাসিনা সরকার সব নিয়ন্ত্রণ করে একটি নির্বিকল্প অবস্থা তৈরি করেছেন, সেটি অভূতপূর্ব। কারণ, সামরিক বাহিনী বা অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাসে সেটি করতে পারেনি। তাঁর জন্য একটি বড় সুযোগ যে তিনিই দেখতে পারেন, কী দূর্বলতা রয়েছে বা কী নেই। কীভাবে আমরা উন্নতি করতে পারি। পদ্মাসেতুর মতো যেসব উন্নয়ন হচ্ছে সেগুলো কীভাবে সাসটেইন করতে পারি।

দেশে যে ভয়ঙ্কর রকমের অপরাধের সঙ্গে একটি গোষ্ঠী দাঁড়িয়ে গেছে। যারা প্রশাসনে বা পোষাকে আছে এবং যারা দূর্নীতিতে আকণ্ঠ ডুবে গেছে, এ অবস্থায় বিনিয়োগ আসবে কী না, সেটিও দেখার বিষয়, বললেন আব্দুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়