মারুফুল আলম : জাপানিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসোসিয়েশনের বিশেষ উপদেষ্টা আব্দুল হক বলেছেন, স্বপ্নের বাংলাদেশ গড়া থেকে আমরা এখনো বহুদূরে অবস্থান করছি। নিঃসন্দেহে আমরা ব্যর্থ হয়েছি। যে রকম রাষ্ট্র গড়ার জন্য জনগণ রক্ত দিলো, সে লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি।
শুক্রবার চ্যানেল আই’র তৃতীয় মাত্রায় তিনি আরো বলেন, নিয়মতান্ত্রিক সমাজ উন্নয়নের ব্যাপারগুলো বারবার উপেক্ষিত হয়েছে দেশে। এর বিপরীতে এক ভয়াবহ পাচার, সম্পদ-লুণ্ঠনসহ ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে ওঠেছে। এখানে যারা সম্পদশালী হচ্ছেন, তাদের সম্পদ অর্জিত নাকি অনার্জিত সে বিষেয়েও প্রশ্ন তোলেন তিনি।
বাংলাদেশে নতুন রকম একটি উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে রাজনৈতিক দলগুলো সংঘাত, হরতাল, অবরোধ ইত্যাদি করতো, এখন সেরকম কিছু নেই। এটিকে এক ধরণের রাজনৈতিক পরিপক্কতা বলা যেতে পারে। ভয়াবহ পরাজয়ের পরও বিরোধীদল সে রকম কিছু করেনি। তবে এটি যদি বিরোধী দলের অসামর্থ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই একটি কর্তৃত্ববাদী সরকার ডেভেলপ করে যাচ্ছে, যা শংকার বিষয়।
অপরদিকে শেখ হাসিনা সরকার সব নিয়ন্ত্রণ করে একটি নির্বিকল্প অবস্থা তৈরি করেছেন, সেটি অভূতপূর্ব। কারণ, সামরিক বাহিনী বা অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাসে সেটি করতে পারেনি। তাঁর জন্য একটি বড় সুযোগ যে তিনিই দেখতে পারেন, কী দূর্বলতা রয়েছে বা কী নেই। কীভাবে আমরা উন্নতি করতে পারি। পদ্মাসেতুর মতো যেসব উন্নয়ন হচ্ছে সেগুলো কীভাবে সাসটেইন করতে পারি।
দেশে যে ভয়ঙ্কর রকমের অপরাধের সঙ্গে একটি গোষ্ঠী দাঁড়িয়ে গেছে। যারা প্রশাসনে বা পোষাকে আছে এবং যারা দূর্নীতিতে আকণ্ঠ ডুবে গেছে, এ অবস্থায় বিনিয়োগ আসবে কী না, সেটিও দেখার বিষয়, বললেন আব্দুল হক।
আপনার মতামত লিখুন :