শিরোনাম
◈ সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ নিজেদের তৈরি করা পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো পাকিস্তান (ভিডিও) ◈ ভারত কেন এখন তালেবানের সঙ্গে যোগাযোগ গড়তে আগ্রহী? ◈ প্রথম দিনেই একাধিক নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প ◈ ঢাকা চায় চীনা ঋণের সুদ হার কমাতে, চীনের আগ্রহ তিস্তা প্রকল্পে ◈ বাংলাদেশের সমালোচনায় এপিপিজি’র ‘পক্ষপাতদুষ্ট’ প্রতিবেদন প্রত্যাহার ◈ মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত ◈ ১২টি মামলার আসামি, মাদক কারবারি ও ছিনতাইকারী শুক্কুর আলী গ্রেফতার  ◈ কোণঠাসা হয়ে পড়েছে মোদি, চারদিকে শত্রু ◈ জামিনে বের হয়ে সাক্ষীসহ ৫ জনকে ‘কোপাল’ হত্যার আসামি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২০ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেদি পাতার ১ বার ব্যবহারে সুস্থ থাকুন সবসময়! ব্যবহার পদ্ধতি সম্পর্কে জেনে নিন

কোনো উৎসব এলেই নারীরা সাজগোজের জন্য প্রথমেই বেছে নেন মেহেদী। উৎসবের রঙে রাঙ্গাতে মেহেদীর জুড়ি নেই। শুধু হাত আর নখ সাজাতেই নয়; চুল সুন্দর করতেও মেহেদী পাতার জুড়ি নেই। অন্তত মাসে একদিন মেহেদী পাতা দিয়ে চুলের পরিচর্যা করা উচিৎ। চুল উজ্জ্বল আর ঝলমলে করতে এবং খুশকি তাড়াতে মেহেদী পাতার কথা উল্লেখ না করলেই নয়।এবার মেহেদী পাতার ওষুধি কিছু গুনাগুণ জেনে নেয়া যাক-

১। পায়ের জ্বালাপোড়া রোধ: তাজা মেহেদী পাতা ভিনেগারে ভিজিয়ে এক জোড়া মোজার ভিতরে রেখে দিন। এবার এই মোজাটি পায়ে সারারাত পরে থাকুন। এটি পায়ের জ্বালাপোড়া অনেক কমে যাবে। ২। মুখের ঘাঁ ভাল করতে: এই মেহেদী দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথওয়াশ। মেহেদী পাতা গুঁড়ো পানিতে গুলিয়ে নিন। এবার এটি দিয়ে কুলকুচি করুন। এটি মুখের ঘাঁ দ্রুত ভালো করে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে।

৩। মাথাব্যথা হ্রাস করতে: মেহেদী গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। মেহেদী গাছের ফুল পেস্ট করে এর সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। এটি কপালে অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। এছাড়া আপনি মেহেদীর পেস্টও ব্যবহার করতে পারেন। ৪। খুশকি দূর করতে: খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু। এই খুশকি দূর করতে মেহেদী বেশ কার্যকরী। সরিষা তেল, মেথি, মেহেদি পাতা সিদ্ধ একইসঙ্গে যোগ করে এটি চুলে ব্যবহার করুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করুন। এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর।

৫। ঘামাচির জ্বালাপোড়া রোধ করতে: মেহেদীর পেস্ট পিঠ, ঘাড় এবং ঘামাচি আক্রান্ত অন্যান্য স্থানে লাগান। এটি ঘামচির চুলকানি এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করবে।৬। বাতের ব্যথা রোধে: বাত এবং বাতজনিত সব রকম ব্যথা দূর করতে মেহেদী তেল বেশ কার্যকর। ব্যথার স্থানে মেহেদী তেল ম্যাসাজ করে লাগিয়ে নিন। ভালো ফল পেতে কমপক্ষে এক মাস করুন ব্যবহার করুন এটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়