শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুবিসাস’র মশাল মিছিল

কুবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনজন সাংবাদিকদের উপর ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কয়েকজন বিপথগামী নেতাকর্মীর হামলাসহ বিভিন্ন সময়ে ক্যাম্পাস সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মশাল মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ক্যাম্পাস সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

রোববা (১৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল জ্বালিয়ে মানববন্ধনে অংশ নেয় সংগঠনটির নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে মশাল নিয়ে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমিতির সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ ।

উল্লেখ্য, গত শনিবার (১৫ ডিসেম্বর) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাতে মারধর ও হয়রানির শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুনতাসির জিহাদ, দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কবির কানন এবং দৈনিক কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান।

এর আগে গত (০৫ ডিসেম্বর) সংবাদ সংগ্রহ করতে যেয়ে ছাত্রলীগের হামলার শিকার হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কালের কণ্ঠের প্রতিনিধি আবুল বাশার। এ ঘটনার কিছুদিন আগে (০১ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্বপালন করার সময় ছাত্রলীগের হামলার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়