শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কফি পানে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

সন্দেশ ডেস্ক : কফি নিয়ে বিভিন্ন সময় করা ২০০টি গবেষণার তুলনামূলক একটি চিত্র তুলে এনেছে ব্রিটিশ মেডিকেল জার্নাল। প্রাপ্ত বয়স্কদের মধ্যে চালানো এই গবেষণায় দেখা যাচ্ছে দিনে বেশ কয়েক কাপ কফি পান করলে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এমনকি ডায়াবেটিসেরও ঝুঁকি কমে।

যারা প্রতিদিন তিন কাপ কফি পান করলে বিভিন্ন রোগে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের চেয়ে ১৭ শতাংশ কম হয়।
জাপানিজ এক সমিক্ষায় দেখা গেছে প্রতিদিন পাঁচ আউন্স কফি দেহের রক্ত সঞ্চালন শতকরা ৩০ ভাগ বৃদ্ধি করে থাকে। রক্তে অক্সিজেনের পরিমাণ ঠিক রেখে দেহে রক্ত চলাচল সচল রাখে। যারা প্রতিদিন তিন কাপ কফি পান করেন বিভিন্ন রোগে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের চেয়ে ১৭ শতাংশ কম হয়।

ক্যান্সারের ঝুঁকি কমায় কফি। সেই সাথে যকৃত ভালো রাখতেও ক্যাফেইন সহায়তা করে। ক্যাফেনসহ হোক আর ক্যাফেইন ছাড়াই হোক সব ধরনের কফিই টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর।

তবে অতিরিক্ত কফি পানেরও কিছু স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। বিশেষ করে গর্ভবতী নারীরা অতিরিক্ত কফি পান করলে গর্ভপাত, স্বল্প ওজনের সন্তান ও নির্ধারিত সময়ের আগেই প্রসবের ঘটনা ঘটতে পারে। এছাড়াও নারীদের হাড় দুর্বল করে দিতে পারে কফি। তবে পুরুষদের ক্ষেত্রে এই ঝুঁকি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়