শিরোনাম

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোকার স্বর্গ

বোকার স্বর্গ

 

হালিমা রিমা

ছেলেটি বলল সব করতে পারি শুধুই তোমার জন্য।
তোমায় এনে দিতে পারি সব রঙ, সব হাসি।
যদি তুমি থাক কাছে ছাড়তে পারি সবই ;
মেয়েটি আহ্লাদে পাওয়ার সুখে আটখানা
ভেবেছে আহাঃ জীবন যেন স্বর্গ সুখের খেলা।।

বশীভূত মোহিত মায়াবী মেয়েটি
স্বপ্ন জাল বুনে আর আশায় বুক বাঁধে,
দিন গুনে মাস গুনে............
ছেলেটি বলে এইতো আর কয়টা দিন!
শুধু একটাই চাওয়া তোমার কাছে
তোমার কৌমার্য মাধুর্যখানি ।
মেয়েটির চোখ স্বপ্নে বিভোর।
এইতো আর কয়দিন পর
ছেলেটি হবে তার বর।।

একটা সময় শরীরে বীজ হয় রোপিত
ইহা ভালোবাসার...............
নাকি ভুলের মাশুল।
মেয়েটি ভয়ে তটস্থ এখন,
কি হবে হায় কি হবে এখন?
ছেলেটি বলে ভেবোনা এমন!
আমি আছি ছিলাম যেমন।
হয় রক্তপাত আর ভ্রুন হত্যা!
মেয়েটির ভিতরে হাহাকার
আর হারানোর শূন্যতা;
ছেলেটি বলে অসুস্থ তুমি ,
যা হয়েছে তা গোপনে সবই ।।
বছর শেষ মেয়েটি করুন মুখে
জিজ্ঞাসে ছেলেটিরে...............
কবে তুমি আমি হবো এক, দিবে স্বীকৃতি?

ছেলেটি ব্যাঙ্গ হেসে বলে কথা দিয়েছিলাম বুঝি!
ওসব তোমার কল্পনাপ্রুসুত অলীক ভাবনা সবই।
তোমার জন্য করতে পারি সব! এ আবার হয় নাকি?
জানো না হয়না মালা, যদি ফুল হয় বাসি!!

মেয়েটির স্বপ্ন স্বর্গ ভেঙ্গে খানখান।
ছেলেটি বলে পিছু ছাড়তো এবার,
করোনা আমার জীবন বরবাদ।
তার চাইতে সব ভুলে তোমার পথে তুমি।
আর আমার পথে চলি আমি।
ছেলেটি মেয়েটিকে দেখে কপট হাসে;
ভাবে বোকার স্বর্গে অবোধ করে বসবাস ।।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়