শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজিমপুরে সাফির আইডিয়াল স্কুল এন্ড কলেজের ফিঙ্গার প্রিন্ট ও ডিজিটাল সিস্টেম চালু

নিজস্ব প্রতিবেদক: লালবাগের স্বনামধন্য প্রতিষ্ঠান সাফির আইডিয়াল স্কুল এন্ড কলেজে আধুনিক সেবাপদ্ধতি চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি গত ৮ বছর যাবৎ সুনামের সাথে আজিমপুর, লালবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীরচর এলাকায় শিক্ষা প্রদান করে আসছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ.এম. শাহীদুজ্জামান ভূঁইয়া জানান, “বর্তমানযুগের সাথে তাল মিলিয়ে সাফির আইডিয়াল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের আধুনিক সেবা ও মানসম্মত শিক্ষা প্রদানে অঙ্গিকারাবদ্ধ। শিক্ষার্থীদের নিরাপত্তা ও কার্যক্রম আধুনিকায়নের জন্য পুরো প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ফিঙ্গার প্রিন্ট সিস্টেম ও ডিজিটালকরণ সম্পন্ন করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ এর পর প্রত্যেক অভিভাবকতাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে উপস্থিতি নিশ্চিত হবেন।” এ প্রতিবেদক উক্ত প্রতিষ্ঠানের ডিজিটাল সিস্টেম উদ্ধোধন অনুষ্ঠান পর্যবেক্ষণ ও পরীক্ষামূলক কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শামীমা আক্তার বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুরো প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার আওতাধীন থাকলেও বর্তমানে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ডিজিটাল সিস্টেম চালু করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্রমের সকল তথ্যাদি ও দিকনির্দেশনা পর্যায়ক্রমে তাদের নিজ নিজ প্যানেল হতে দেখতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে ফিতা কেটে ডিজিটাল সিস্টেম এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এইচ.এম. শাহীদুজ্জামান ভূঁইয়া ও অধ্যক্ষ শামীমা আক্তার। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকগণ করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়