শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৩:১০ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবম সংবাদপত্র মজুরি বোর্ডের সুপারিশে মন্ত্রিপরিষদ কমিটি গঠন

আনিস তপন : নবম সংবাদপত্র মজুরি বোর্ড-২০১৮’ এর সুপারিশের জন্য পাঁচ সদস্যের মন্ত্রিপরিষদ কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রিসভা। যেখানে সাংবাদিকদের বেতন ৮০ থেকে ৮৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্তটি সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাঁচ সদস্যের এ কমিটির আহ্বায়ক সংস্কৃতিমন্ত্রী। কমিটির অপর সদস্যরা হলেন, শিল্প, স্বরাষ্ট্র, তথ্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে তথ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, মন্ত্রিপারিষদ কমিটির কাজ হবে আগে দেওয়া ওয়েজ বোর্ডের যে সুপারিশ রয়েছে তা পর্যালোচনা করা এবং নতুন সুপারিশমালা প্রণয়ন করা। আগের ওয়েজ বোর্ডের সুপারিশে ৬টি গ্রেড আছে। নতুন সুপারিশে ওই ছয়টি গ্রেডের প্রথম তিনটি গ্রেডে বেতন বাড়বে ৮০ শতাংশ এবং শেষের তিন গ্রেডে ৮৫ শতাংশ। বাড়ি ভাড়া ৬০ থেকে ৭০ শতাংশ এবং বৈশাখী ভাতা ২০ শতাংশ করার প্রস্তাব করা আছে।

আগামী ২৮ জানুয়ারির মধ্যে আদেশ জারি করতে হবে জানিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, এজন্য ১৮ জানুয়ারির মধ্যে সুপারিশ দিবে কমিটি। মন্ত্রিসভা কমিটি যেটা চূড়ান্ত করবে সেটাই গেজেট আকারে প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়