শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো কৃষি শুমারির জোনাল অপারেশন

সাইদ রিপন: পঞ্চমবারের দেশে মত কৃষি (শস্য, মৎস ও প্রাণিসম্পদ) শুমারি-২০১৮ পরিচালনার কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মাঠ পর্যায়ে ২০১৯ সালের এপ্রিলের মধ্যেই তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। শুমারির প্রাথমিক পর্যায়ে জোনাল অফিসারদের মাধ্যমে শুমারির প্রস্তুতিমূলক কাজ শুরু করা হয়েছে।

রোববার বিবিএস অডিটরিয়ামে কৃষিশুমারি প্রকল্পের প্রথম জোনালঅপারেশন কার্যক্রমে নিয়োজিত মাস্টার ট্রেইনারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, বিশেষ অতিথি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) বিকাশ কিশোর দাস ও অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুয়াল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিবিএসের মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন সভাপতিত্ব করেন।

সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, দীর্ঘ অপেক্ষার পর মাঠ পর্যায়ে জোনাল অপারেশন শুরু করতে হলো। কৃষিশুমারি কৃষি প্রধান দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রকল্পের আওতায় বিভাগ ও জেলা পর্যায়ে গাড়ি দিয়েছি। আপনারা সবাই গুরুত্ব দিয়ে কাজ করবেন। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রকল্পের আওতায় পর্যাপ্ত জনবলও নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গুরুত্ব তুলে ধরে সচিব বলেন, মাধ্যমিক পর্যায়ে এই বিষয়টি থাকা দরকার। তাহলে তথ্য উপাত্ত সম্পর্কে সবার একটা স্বচ্ছ ধারণা থাকবে। সরকারকে ধন্যবাদ সকল মন্ত্রণালয়ে পরিসংখ্যান সেল গঠন করার জন।

প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) জাফর আহাম্মদ খান বলেন, সঠিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি গ্রহণের জন্য জোনাল অপারেশন একটি গুরুত্বপূর্ণ কাজ। মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শন করে জোনাল অফিসারদের মৌলিক প্রস্তুতিমূলক কাজ সম্পূর্ণ করে থাকেন। জোনাল অপারেশন কৃষি শুমারি প্রকল্পের আওতায় দেশের সকল খানার কৃষি বিষয়ক তথ্য সুষ্ঠুভাবে সংগ্রহ করা হবে। প্রতিটা খানাকে গণনায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে জোনাল অপারেশন অপরিহার্য। সম্পাদনা: হুমায়ুন কবির খোকন

  • সর্বশেষ
  • জনপ্রিয়