শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ০৩:৩১ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুগ্ধ খাতে পুন: অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণ প্রক্রিয়াধীন

আদম মালেক : গাভী ক্রয় লালন পালন ও সংকর জাতের গরু উৎপাদনে পুন:অর্থায়ন তহবিলের ঋণ বিতরণ চলতি বছরের মার্চে বন্ধ হয়ে যায়। এর পর আর এই খাতে কোনো ঋণ বিতরণ হয়নি। দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিতরণ কার্য অব্যাহত রাখার জন্য এই তহবিলের আওতায় নতুন করে ঋণ বিতরণে তৎপর হয়ে ওঠছে বাংলাদেশ ব্যাংক এবং বিষয়টি প্রক্রিয়াধীন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গেল মাসে গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুগ্ধ খাতে পুন:অর্থায়ন তহবিলে নতুন বরাদ্দের জন্য আলোচনা হয়। সেই আলোচনার অগ্রগতি হিসেবে খামারীদের সুবিধা বিবেচনা করে ১ শতাংশ সুদ কমিয়ে দেয়া হয়। নুতন করে খামারীদের মাঝে ৪ শতাংশ হারে ঋণ বিতরণ করা হবে। চলতি মাসে গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকেও এই তহবিলের অগ্রগতি ও দ্রুত বরাদ্দের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা আসবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০১৫ সালে প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি চালু করে। বাংলাদেশ ব্যাংক প্রকল্প পরিচালনার দায়িত্ব নেয়। প্রকল্প বাস্তবায়নের জন্য সে সময় তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কৃষকদের মধ্যে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা যাবে।

এ কর্মসূচির আওতায় ঋণ দিতে কোনো ধরনের সহায়ক জামানত নেওয়া হয় পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, আইএফআইসি, মিডল্যান্ড, ন্যাশনাল ব্যাংক থেকে এ ঋণ পাওয়া যাবে। এছাড়া বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স থেকেও এ ঋণ পাওয়া যাবে বলে বাংলাদেশ ব্যাংক জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়