শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০২:৪১ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ৪৮ লাখ হেক্টরে বোরো চাষ হবে এবার

আদম মালেক : সারাদেশে এবার ৪৮ লাখ ৪২ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে আঞ্চলিক ও জেলা কার্যালয়গুলোকে প্রতিটি ফসলের চাষ ও উৎপাদন লক্ষ্যমাত্রা জানিয়ে দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বোরোর মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এক কোটি ৯৬ লাখ ২৩ হাজার টন (চাল)। গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার হেক্টরে। গমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি ৩ দশমিক ৩০ টন হিসাবে ১২ লাখ ৮৭ হাজার টন। দেশে গমের উৎপাদন আগের চেয়ে কমেছে। ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৯’শ হেক্টরে। আর ভুট্টার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩ লাখ ১৫ হাজার টন। দেশে সাম্প্রতিক বছরগুলোতে ভুট্টার চাষ বাড়ছে। পোলট্রি শিল্পের বিকাশের পর ভুট্টার চাহিদা বেড়ে চলেছে।

আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৬ হাজার হেক্টরে। আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে প্রায় এক কোটি টন। ৪৩ হাজার হেক্টরে মিষ্টি আলু চাষ করে ৮ লাখ ২০ হাজার টন মিষ্টি আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতোমধ্যে আলু চাষ পুরাদমে শুরু হয়ে গেছে। শীতকালীন শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সাড়ে ৫ লাখ হেক্টরে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি ১৪ লাখ ৬৮ হাজার টন। হাট বাজার আগাম চাষ করা সবজিতে ভরপুর হয়ে উঠছে। দামও কমে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়