শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৮, ০৪:১৭ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`সিপিপি সেচ্ছাসেবকদের গ্রুপ বীমার আওতায় নেওয়া হবে’

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী) :  দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রলায়ের সচিব মো.শাহ্ কামাল বলেছেন, সারা দেশের সিপিপি সেচ্ছাসেবকদের গ্রুপ বীমার আওতায় নেওয়া হবে। সেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। বাংলাদেশ দূর্যোগ প্রবন দেশ হওয়া সত্বেও সিপিপি’র সেচ্ছাসেবকদের দক্ষতা ও পরিশ্রমের ফলে আজ দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এবং দুর্যোগ ব্যবন্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে কুয়কাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা চত্ত্বরে আয়োজিত আধুনিক যোগাযোগ উপকরণ বিতরণ ও প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। সিপিপির কার্যক্রম থেকে বিশ্ব শিক্ষা নিচ্ছে কিভাবে দূর্যোগ মোকাবেলা করা যায়। ত্রান সচিক সেচ্ছাসেবকদের উদ্যেশে বলেন, পোশাক গায়ে থাকলেই ভলান্টিয়ার হওয়া যায় না। দেশ প্রেম ও আন্তরিকতা থাকতে হবে।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উৎপল কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ইউএনডিপির রিজিলিয়েন্স ক্লাস্টারের প্রোগ্রাম স্পেশালিষ্ট আরিফ আব্দুল্লাহ খান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্তণালয়ের অতিরিক্ত সচিব মো.ইয়ামিন চৌধুরী, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মহা পরিচালক আবু সৈয়দ হাসেম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ঘুনিঝড় প্রস্তুতি কর্মসচীর পরিচালক (প্রশাসন) আহমাদুল হক।

পটুয়াখালী ও বরগুনা জেলার কলাপাড়া, আমতলী, পাথরঘাটা ও গলাচিপা উপজেলার স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক উপকরন বিতরনের মাধ্যমে শক্তিশালী নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষে কুয়াকাটায় এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। এ সময় প্রশিক্ষনার্থীদের মাঝে ৩৮৫টি হ্যান্ড সাইরেন, ৩৮৫টি মেঘাফোন, ৩৮৫টি সিগনাল ফ্লাগ, ৩৮৫টি সিগনাল ফ্লাগ মাস্ট, ৫৭৭৫টি ভেস্ট ও ৭টি মটর সাইকেল প্রদান করেন। এর আগে দূর্যোগকালীণ সময়ে দক্ষতা এবং অবদানের জন্য কুয়াকাটার আলী আহম্মেদ শেখ, আঃ গফফার মুন্সী, আঃ হাকিম তালুকদারসহ ৪ জনকে সম্মানণা ক্রেষ্ট প্রদান করেন।

কর্মশালায় দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মাঠ মহড়াসহ দিনভর বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেন। প্রশিক্ষন কর্মশালায় পটুয়াখালী ও বরগুনা জেলা সহ চার উপজেলার প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবকসহ সিপিপি কর্মকর্তা বৃন্দ অংশগ্রহন করে। উপকরণ বিতরণ ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিপির পরিচালক (অপারেশন) মোঃ নুর ইসলাম অসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়