আদম মালেক : প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল বলেছেন, আগস্ট মাসে রাজধানীর বাড্ডা লিংক রোড সংলগ্ন প্রিমিয়ার ব্যাংকে দিনে-দুপুরে যে ডাকাতির ঘটনা ঘটে তা একটি বিচ্ছিন্ন ঘটনা। খোয়া যাওয়া ২২ লাখ টাকা এখনও উদ্ধার হয়নি। তাছাড়া ব্যাংকের সার্বিক উন্নয়ন ও অর্জন সন্তোষজনক।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাজধানীর বনানীর প্রধান কার্যালয়ে প্রিমিয়ার ব্যাংকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিমসহ উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, বাড্ডা শাখায় ডাকাতি হয়েছিল। চুরি ডাকাতি অনেক স্থানেই হয়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় ২২ লাখ টাকা খোয়া গেছে, যা এখনও উদ্ধার হয়নি। তবে আমাদের ইনস্যুরেন্স করা আছে। এতে কোনো সমস্যা হবে না।
ডা. এইচ বি এম ইকবাল বলেন, ১৯৯৯ সালে প্রিমিয়ার ব্যাংকের যাত্রা শুরু। ব্যাংকটির সার্বিক উন্নয়ন এবং অর্জন সন্তোষজনক। যেসব গ্রাহকরা আমাদের সাথেই যাত্রা শুরু করেছিলো এবং প্রতিটি মুহূর্তে যারা আমাদের সাথে ছিলেন, তাদের জানাই ধন্যবাদ এবং প্রাণঢালা শুভেচ্ছা। আমাদের উন্নয়নে আপনারা প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আপনাদের সাহায্য ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।’
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম (এফসিএমএ) ব্যাংকটির অতীত ও বর্তমান সকল কর্মীকে তাদের অধ্যবসায়, অভিনবত্ব এবং কঠোর শ্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই সুদৃঢ় ভিত্তিকে পুঁজি করে ‘সেবাই প্রথম’ এই মূলমন্ত্র ও আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আমরা ভবিষ্যতের পানে এগিয়ে যেতে উদ্দীপ্ত।’
আপনার মতামত লিখুন :