শিরোনাম
◈ না খেয়ে থাকার শঙ্কা ও দুর্দশার মুখোমুখি রোহিঙ্গা শরণার্থীরা ◈ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক: তারেক রহমান (ভিডিও) ◈ ৩ বছরে ভারতে ১০০ বাঘ হত্যা ◈ ভারত সরকারের বিরুদ্ধে মামলা করলো ইলন মাস্কের এক্স ◈ হামজা চৌধুরীর বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল, ব্রিটিশ গণমাধ্যম ◈ পাকিস্তান টানা দুই হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের মুখ দেখলো ◈ কবে থেকে চালু হবে আগরতলা থেকে কলকাতা ভায়া বাংলাদেশ ট্রেন পরিষেবা? ◈ ড. ইউনূস ও মোদির মধ্যে ব্যাংককে বৈঠক হওয়ার সম্ভাবনা কম, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন  ◈ অভিনব কৌশলে প্রতারণার ফাঁদ, চার সদস্য গ্রেফতার ◈ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ১০:২১ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মাহি দ্য প্রিন্সেস’

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ঢালিউডে আসা এ অভিনেত্রী উপহার দিয়েছেন বেশকিছু সফল ছবি। নায়িকাদের পারিশ্রমিকের তালিকাতেও তার নাম শীর্ষে। শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা পরবর্তীতে নায়িকাদের মধ্যে নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন মাহি। অল্পদিনেই বানিয়ে ফেলেছেন লাখো-কোটি ভক্ত।

ক্যারিয়ারে এখন পর্যন্ত অভিনয় করেছেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, আরিফিন শুভসহ এ সময়ের অনেক নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি।

ভালো চলচ্চিত্র ও অভিনয়ের মাধ্যমে মাহি তার ভক্তদের মন জয় করেছেন। এবার ভক্তদের পক্ষ থেকে দারুণ এক উপহার পেলেন এই নায়িকা। আর সেটা হলো এই নায়িকার ফেসবুক ফ্যান গ্রুপ ‘মাহিয়া মাহি দ্য প্রিন্সেস অব ঢালিউড’ এর পক্ষ থেকে এই নায়িকাকে নিয়ে বই প্রকাশ করেছেন। নাম রাখা হয়েছে ‘মাহি দ্য প্রিন্সেস’।

এতদিন মাহিয়া মাহিই শুধু ভক্তদের একের পর এক সিনেমা উপহার দিয়ে এসেছেন। এবার ভক্তরা তাদের প্রিয় অভিনেত্রীকে অবাক করে দিলেন ব্যতিক্রমী ভালোবাসার নিদর্শন দিয়ে। জনপ্রিয় এ নায়িকাকে নিয়ে বই প্রকাশ করেছে ‘মাহিয়া মাহি দি প্রিন্সেস অফ ঢালিউড’ (গধযরুধ গধযর ঞযব চৎরহপবং ঙভ উযধষষুড়িড়ফ) গ্রুপের ভক্তরা। বইয়ের নাম রাখা হয়েছে ‘মাহি দ্য প্রিন্সেস’।

ভক্তদের ভালোবাসার এ নিদর্শন তুলে দেওয়া হয়েছে মাহিয়া মাহির হাতে। বই পেয়ে উচ্ছাসে ফেটে পড়েন নায়িকা। শুভেচ্ছা জানান ভক্তদের। নিজের ফেসবুকে সে বইয়ের ছবি প্রকাশ করে লেখেন, ‘লাভ ইউ বাচ্চাগুলা’।

জানা গেছে, ‘মাহিয়া মাহি দি প্রিন্সেস অফ ঢালিউড’ গ্রুপের অ্যাডমিনদের ঐকান্তিক চেষ্টায় বইটি প্রকাশ করা হয়। এ গ্রুপের অ্যাডমিন হিসেবে রয়েছেন- এম ডি রানা, ষ্টারলিং লরেন্স, রুমাইয়া রুমা, রিপন রায় কুয়াশা এবং এম সাখাওয়াত হোসেইন। ৩ লাখ ২৪ হাজার ৩০২ জনের এ গ্রুপে মডারেটর হিসেবে আছেন আরও বেশ কয়েকজন। মূলত সবার চেষ্টায়ই এমন অবাক করা উপহার দিয়েছেন মাহি ভক্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়