শিরোনাম
◈ ‌‌শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ ও বিনোদনহীন ◈ বাংলাদেশে আমেরিকান দৃষ্টিভঙ্গি অতিরঞ্জিত: ভারতের সাবেক ‘র’ কর্মকর্তা ◈ সারাদেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার ◈ আওয়ামী লীগের সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন, ডিবি হেফাজতে অভিনেত্রী শাওনকে জিজ্ঞাসাবাদ চলছে ◈ থামুন! সরকারকে কাজ করতে দেন: উপদেষ্টা মাহফুজ আলম ◈ সাবেক এমপি আলাউদ্দিন নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ (ভিডিও) ◈ ‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’ ◈ ছাত্র-জনতার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: এবার যা বলল ভারত ◈ ভিন্ন ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়লো ◈ ধানমন্ডি ৩২ এ মাটির নিচে পাঁচতলার সন্ধান

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫২ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পদ্মার প্রেম’ চলচ্চিত্রে আলেকজান্ডারের সাথে মুনমুন

মহিব আল হাসান: হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ চলচ্চিত্রের শুটিং হয়েছে মানিকগঞ্জে। এই ছবিতে অভিনয় করছেন এক সময়ের সারা জাগানো চিত্রনায়িকা মুনমুন। তার সাথে জুটি বেঁধে অভিনয় করছেন আলেকজান্ডার বো। এই ছবিটির মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর তৃতীয়বার জুটি বাঁধলেন তারা।

এ প্রসঙ্গে নায়িকা মুনমুন বলেন, ‘আমরা মানিকগঞ্জে গত সপ্তাহ থেকে শুটিং করছি। এখানেই আমি একটি রোমান্টিক গানের শুটিং করলাম। গানের শুটিং করতে বেশ ভালোই লেগেছে। ছবিতে আমার সহশিল্পীর কাজ বেশ ভালো লেগেছে। আলেক ভাইয়ের সাথে আমার তৃতীয় কাজ। যেটা দীর্ঘ ১৫ বছর পর। এত দিন পরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতিটা আসলেই অনেক মজার।’

পরিচালক বলেন, ‘আগামী ১০ তারিখের মধ্যে আমরা ছবিটির কাজ শেষ করতে পারব। ছবিটির কাজ শেষ হলেই চলতি বছরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’

‘পদ্মার প্রেম’ ছবিতে মুনমুনকে খল চরিত্রে দেখা যাবে। সম্প্রতি তাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে মুনমুন বলেন, একটি চরিত্র প্রতিটি শিল্পীর জন্যই গুরত্বপূর্ণ। কেননা চরিত্র যেটাই হোক না পর্দায় তো সেটাই অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। এখন খলচরিত্রেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। কারণ খলচরিত্রে অভিনয় করার সুযোগ আছে। আমি যখন নায়িকা হিসেবে কাজ করেছি, তখন ছবির মূল চরিত্রে অভিনয় করেছি এবং আমার অভিনয় দর্শক ও নির্মাতারা পছন্দ করেছেন। এবার দেখা যাক খল চরিত্রে কতটুকু পছন্দ করে।’

ছবিটিতে মুনমুন ও আলেকজান্ডার বো ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করছেন আইরিন ও সুমিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়