শিরোনাম

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ০৭:৫২ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিডি ভিশনের ঈদ আয়োজন

নিজস্ব প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশন ঈদ উপলক্ষে প্রকাশ করছে একাধিক শিল্পীর গানের মিউজিক ভিডিও। ঈদে দর্শক-শ্রোতাদের বিনোদেনের জন্য সিডি ভিশনের এই আয়োজন। উল্লেখযোগ্য গানের মিউজিক ভিডিও হলো সজিব শাহরিয়ারে কথায় শানের সুর-সংগীতে তৌসিফের "তোর ডাক নাম'। এন আই বুলবুলের কথায় মন ফিচারিং রাজু মন্ডলের 'মিথ্যেবাদিরে'। সোহেল রাজের সুর-সংগীতে রুকুর 'ও পোলা পোলারে'। রবি কিরনের 'জানিনা' ও 'তুই আমার মিষ্টি কলি'। রোহান রোজের 'কলিজাতে দাগ লেগেছে'। মীর সবুজের 'পরান পাখী'।

সিডি ভিশনের কর্নাধার মাহবুব বলেন, প্রতিটি মিউজিক ভিডিও বিগ বাজেটের। আমি রুচিশীল কাজ করতে চাই। জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের গান নিয়ে কাজ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়