শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৮, ০৭:১৪ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০১৮, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দা ডার্ক হিস্ট্রি’ এর উদ্বোধনী মন্ঞ্চায়ন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘নো মোর হিরোশিমা-নো মোর নাগাসাকি, এ ট্র্যাজেডি নেভার টু বি রিপিটেড’ স্লোগানে ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ এর আয়োজনে উদযাপিত হলো ‘হিরোশিমা দিবস-১০১৮’। রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে গত ৬ আগস্ট সোমবার অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে হিরোশিমা-নাগাসাকি ট্রাজেডির ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার, ঢাকা’ এর প্রযোজনা-৩ নকশা মূকাভিনয় “দ্যা ডার্ক হিস্ট্রি” এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয় প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন তানভীর শেখ। ইয়াছিন আরাফাত এর একক পরিবেশনায় এ প্রযোজনা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন রেজাউল মাওলা নাবলু। এছাড়াও সংঙ্গীত প্রক্ষেপন, মেক-আপ, ও নেপথ্যে ছিলেন যথাক্রমে হৃদয়, অমিত, রাসেল, মোবাল্লেগ, মিরাজ ও ফারজানা ইয়াসমিন প্রমুখ।

'বিনোদনে নান্দনিকতা' স্লোগানে প্রতিষ্ঠিত ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখ বলেন, ১৯৪৫ সালের ৬ই আগষ্ট সকাল ঠিক ৮:১৫ মিনিটে প্রতিদিনের মতো যখন সমস্ত শ্রমিক কাজের জন্য যে যায় কর্মস্থলে যোগদান করেছে ঠিক তখনই জাপানের হিরোশিমা ও তার ৩ দিনপর ৯ই আগষ্ট জাপানের আরেকটি শহর নাগাসাকিতে পারমাণবিক হামলার ঘটনা ঘটে। সেই হামলার সময় সাধারন মানুষ এর জীবনচিত্র, আতঙ্ক, বোমা বিস্ফোরন এর ভয়াবহতা এবং সর্বপরি সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে আত্মবিশ্বাস এর সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে যুদ্ধবিরোধী সচেতনতা এবং সর্বোপরি সেইরকম ভয়াবহ ট্রাজেডি যেন পৃথিবীতে আর কখনো পুনরাবৃত্তি না ঘটে সেই আবেদনের প্রক্ষাপটে নির্মিত হয়েছে ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা-৩ নকশা মূকাভিনয় “দ্যা ডার্ক হিস্ট্রি। যার ব্যাপ্তিকাল ছিল ১১:৩০ মিনিট।

মিলনায়তন পূর্ণ দর্শক সহ অতিথিবৃন্দ প্রযোজনাটির ভূয়সী প্রশংসা করেন এবং মঞ্চায়ন শেষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়জিত প্রযোজনাটির প্রশংসা করে এর সাফল্য কামনা করেন এবং নির্দেশকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এছাড়াও ‘হিরোশিমা দিবস-২০১৮' আয়োজনের প্রথম পর্বে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র বিরোধী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এই আলোচনা অনুষ্ঠানে হিরোশিমা-নাগাসাকি ট্রাজেডির ভয়াবহতা সামনে রেখে যুদ্ধবিরোধী মূলবক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইষ্টিটিউট (আই টি আই) এর সান্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। এবং স্বাগত বক্তব্য রাখেন জাপান বাংলা পিস ফাউন্ডেশন এর মহাসচিব ডাঃ কায়েম উদ্দিন। এছাড়াও এ আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক আব্দুল মান্নান ইলিয়াস, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর মহাসচিব তারেক রাফি ভূইয়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়জিত, নাট্যজন ঝুনা চৌধুরি ও নাট্যজন গোলাম কুদ্দুস, বিবেক বার্তার সম্পাদক পি আর প্লাসিড, পটশিল্পী টাইগার নাজির এবং সর্বোপরি এ আয়োজনের সভাপতিত্ব করবেন ‘ জাপান বাংলা পিস ফাউন্ডেশন' এর প্রেসিডেন্ট হুমায়ুন কবির সুইট।

এ আয়োজনে সমাজসেবায় আলহাজ মোঃ শাহ জাহান চৌধুরী লিটন এবং সাংবাদিকতায় ফিরোজ মান্না প্রথমবারের মতো ‘ জাপান বাংলা পিস ফাউন্ডেশন' প্রবর্তিত ‘জেবিপিএফ পিস এ্যাওয়ার্ড-২০১৮’ গ্রহন করেন। মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি তাঁদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন।

সংগঠনটির প্রেসিডেন্ট হুমায়ুন কবির সুইট বলেন গত ১৫ বছরের ধারাবাহিকতায় এবারও ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন' এর আয়োজনে এবং ‘হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম, জাপান', ‘ঢাকাস্থ জাপান দূতাবাস’ এবং ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার, ঢাকা' এর সহযোগিতায় ‘হিরোশিমা দিবস-২০১৮' অনুষ্ঠিত হয়েছে। এবং সবশেষে বাংলাদেশে বসবাসরত জাপানিজ নাগরিকদের সংগঠন “বাজনা বিট” এর বিশেষ পরিবেশনায় অংশগ্রহন করেন মায়ে ওয়াতানাবে ও সুনসুকে মিজুতানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়