জীবন সাহা : বুধবার বাংলাদেশের বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠান (আইপিপি) সামিট কর্পোরেশন, জিই (জেনারেল ইলেকট্রিক কোম্পানী) এবং মিতসুবিশি কর্পোরেশন তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করে।এই সমঝোতা চুক্তি, পূর্বে স্বাক্ষরিত (১৩ মার্চ ২০১৮ সিঙ্গাপুরে) বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মিতসুবিশির সাথে সামিটের জয়েন্ট ভেঞ্চারের চুক্তির ধারাবাহিকতার অংশ। । জিই ৬০০ মেগাওয়াটের চারটি মোট ২,৪০০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পের ইক্যুয়িটি এবং প্রযুক্তি অংশীদার। মিতসুবিশি পুরো প্রকল্পের অংশীদার হবে।
এই প্রকল্পে বিশ্বের সবচেয়ে কার্যকরি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হবে।কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি জিই’র ফ্ল্যাগশীপ ৯এইচএ গ্যাস টারবাইন দ্বারা চালিত হবে, যা উভয় ৫০ হার্জ এবং ৬০ হার্জ ক্যাটাগরিতে বিশ্বের সবচেয়ে বড় এবং কার্যকরি গ্যাস টারবাইন।এলএনজি টার্মিনালটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে যেখানে বয়েল অফ গ্যাস থাকবে না, পরিবর্তে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হবে।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম , বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কাইকাউস, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো: রহমাতুল মুনিম, বিপিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
সামিটের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘সরকারের ভিশন ২০২১ এবং ২০৩০ বাস্তবায়নে, সামিট, জিই এবং মিতসুবিশির সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বড় বেসরকারি বৈদেশিক সরাসরি বিনিয়োগ আনছে (এফডিআই) যেন জনগণ এবং ব্যবসা ক্ষেত্রে ক্রমবর্ধমান বিদ্যুৎ এবং জ্বালানি চাহিদা সবচেয়ে সেরা প্রযুক্তি এবং কম দামে সরবরাহ করা যায়।’
জিই পাওয়ারের প্রেসিডেন্ট এন্ড সিইও রাসেল স্টোকস বলেন ‘জিই পাওয়ার তার ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে সমস্ত পরিসর এর জ্বালানি রূপান্তর ও উদ্ভাবনী প্রযুক্তি’। জিই পাওয়ারের প্রেসিডেন্ট এন্ড সিইও রাসেল স্টোকস আরও বলেন, “সামিটের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের এইচএ প্রযুক্তি অভূতপূর্ব মাত্রার দক্ষতা অর্জনকে সম্ভব করবে যা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনকে সর্বোপরিভাবে শক্তিশালী করবে।’
আপনার মতামত লিখুন :