শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৯ জুন, ২০১৮, ০৭:৫১ সকাল
আপডেট : ০৯ জুন, ২০১৮, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশে সঞ্চয়পত্রটা হচ্ছে ধনীদের সঞ্চের জায়গা’

কেএম হোসাইন : সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন,বাংলাদেশে যারা বড় বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনেন তারা বেশির ভাগই ধনবান। তাদের মধ্যে বেশির ভাগ সরকারি বড় কর্মকর্তারা যারা ঘুষের মাধ্যমে অর্জিত কালো টাকা দিয়ে অনেকে সঞ্চয়পত্র কিনে থাকে। তাই এরা কখনোই চাই না সঞ্চয়প্রত্রের সুদেরহার কমুক।

শবনম আযীমের সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন।

অজয় দাশগুপ্ত বলেন,সঞ্চয়পত্র কেনার যে লিমিট আছে । তাতে কি কোন সমস্যা নাই বড় বড় অঙ্কের সঞ্চয়পত্র যারা কিনে থাকে। তারা নিজের নামে পরিবারের আর অন্য সদস্যদের নামে আলাদা আলাদাভাবে কিনে থাকে। এই কৌশলে তাদের জানা আছে। সঞ্চয়পত্র নামে মাত্র মধ্যবিত্ত ও নি¤œবিত্তের। মূলত এটা ধরবানদেরই। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ১০ লাখ লোক যে টাকার সঞ্চয়পত্র কিনে থাকে, সেটা সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তারা ৫০ হাজার তার চেয়ে অধিক কিনে। উচ্চপর্যায়ের  ৫০হাজার লোক যে সঞ্চয়পত্র কিনেছে তাতে টাকার অঙ্ক বেশি। মূল লাভটা কিন্তু ওই ৫০ হাজার লোক ভোগ করে। তাতে সামনে দাঁড়ায় আছে ১০ লাখ লোক। তাদের সবাই দেখে। আর এবারের বাজেটে এখনো সঞ্চয়পত্রের সুদেরহ হার কি করা হবে নির্ধারণ হয়নি। তা পরে সম্বন্বয় করে সুদের হার ঠিক করা হবে। যাতে মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত না হয়। আসলে
সঞ্চয়পত্রে সুদেরহার কমলে মধ্যবিত্তরা যেটুকু ক্ষতিগ্রস্ত তা চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওই সব ধনবানরা যারা বেশি পরিমান টাকা সঞ্চয়পত্র কিনে রেখেছে। কিন্তু তাদের টাকার পরিমানটা যেহেতু বেশি তারা আর কি ক্ষতিগ্রস্ত হবে?ক্ষতিগ্রস্ত হবে আসলে মধ্যবিত্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়