স্পোর্টস ডেস্ক: আজ সফরকারী পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে পাকিস্তান।
আজকে শুরু হওয়া এ ম্যাচে জয়লাভ করলে ইতিহাস করবে পাকিস্তান। ১৯৯৬ সালের পরে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতার পরে এবারই আবারও টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে স্বাগতিকরা চাইবে সিরিজে সমতা আনতে। কারণ গত ম্যাচে পাকিস্তান ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। যদিও স্বাগতিক ইংল্যান্ড আজ ভালোই খেলছে। তাদের বোলাররা ২২ ওভারের মধ্যেই পাকিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছে।