শিরোনাম
◈ গ্যাস চুরি ঠেকাতে ব্যর্থ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারী মামলার নির্দেশ ◈ ৮ ফেব্রুয়ারি সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ : আসিফ নজরুল (ভিডিও) ◈ ইংলিশ ফুটবলার হামজা ১৯ মার্চ বাংলাদেশে আসবেন, যোগ দেবেন প্রশিক্ষণ ক্যাম্পে ◈ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব আল হাসান  ◈ বিশ্বে কোটি ভক্তের সেরা ফুটবলার হলেও নিজ গৃহে পিছিয়ে রোনালদো ◈ নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা ◈ পাসপোর্ট ইস্যু ও নবায়নে থাকছে না পুলিশ ভেরিফিকেশন ◈ সাফজয়ী ফুটবলার সুমাইয়ার দাবি - মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছি ◈ ‘জনগণের অর্থ চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে, আমরা এসব সম্পদ পুনরুদ্ধারে আপনার সহায়তা চাই’ ◈ নতুন নির্দেশনা সরকারি কর্মকর্তাদের তথ্য হালনাগাদ নিয়ে 

প্রকাশিত : ০৭ মে, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে সাকিবের হায়দ্রাবাদের মুখোমুখি ব্যাঙ্গালুরু

সুফিয়ান শুভ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ দিনের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে সাতটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে, নয় ম্যাচ খেলে তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত যে নয়টি ম্যাচ খেলেছে এই নয় ম্যাচেই একাদশে ছিলেন সাকিব আল হাসান। এই নয় ম্যাচে তিনি ব্যাট হাতে করেছেন ১২৩ রান। আর বল হাতে নিয়েছেন আটটি উইকেট।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ (সম্ভাব্য): শিখর ধাওয়ান, আলেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশীদ খান, সন্দ্বীপ শর্মা, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (একাদশ): মনন ভোহরা/পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), ব্রেন্ডন ম্যাককলাম, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মন্দ্বীপ শর্মা, কলিন ডি গ্র্যান্ডহোম, মুরুগান অশ্বিন, টিম সাউদি, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়