শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার সাসকাটুনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন

সাঈদা মুনীর: সাস্কাচুয়ান বাংলাদেশি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অ্যাট দ্যা ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান এর উদ্যোগে গত ২৬ মার্চ সোমবার সাসকাটুন সিটি কাউন্সিল চত্বরে উদ্‌যাপিত হলো স্বাধীনতা দিবস। কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাসকাটুনে বাংলাদেশের স্বাধীনতার ৪৭ তম বার্ষিকী উপলক্ষে সিটি হল চত্বরে প্রথমবারের মত উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা।

প্রবাসে সাপ্তাহিক কর্মদিবসে যেকোন অনুষ্ঠান সফল করা উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ হলেও সাস্কাচুয়ান ইউনিভার্সিটির শীর্ক্ষাথীরা প্রমাণ করেছেন দেশ আর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে কখনো পিছপা হয়নি বাঙালি।

বেলা ২ টায় অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সাস্কাচুয়ান ইউনিভার্সিটির শিক্ষক আরিফ ওয়াহিদ খান ও চঞ্চল রায়। বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য ও প্রবাসে আমাদের জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বৃহৎ পরিসরে কীভাবে আরো সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।

বাংলাদেশি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অ্যাট দ্যা ইউনিভার্সিটি অফ সাস্কাচুয়ান এর সভাপতি সওগাত ইবনে মাহমুদ সকলকে সাথে নিয়ে সাসকাটুন সিটি কাউন্সিলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সমবেত কন্ঠে দেশের গান পরিবেশিত হয়।

বাংলাদেশি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অ্যাট দ্যা ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান এর সভাপতি সওগাত ইবনে মাহমুদ শত ব্যস্ততার মাঝেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসার জন্য উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

সূত্র: সিবিএন২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়