ডেস্ক রিপোর্ট : আমরা মানুষেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। বলতে-চলতে-বুঝতে পারি, যা অন্য কোনো প্রাণী পারে না। কিন্তু এর সীমাবদ্ধতা শুধু মানুষে মানুষে। আমরা অন্য কোনো প্রাণীর ভাষা বুঝিনা, তারাও আমাদের ভাষা বুঝতে পারেনা।
প্রাণী হিসেবে কুকুর আমাদের সবচেয়ে কাছের। এরা প্রভুভক্ত হিসেবে আমাদের কাছে পরিচিত। কিন্তু তাদের ঘেউঘেউ ভাষা বোঝার সাধ্য আমাদের ছিল না এতোদিন। তবে প্রযুক্তি এখন অসাধ্য সাধন করবে হয়তো। তেমনই ইঙ্গিত দিচ্ছেন পশু-ব্যবহার বিশেষজ্ঞ প্রফেসর কন স্লোবোডচিকফ। তার দাবি, আর কয়েক বছরের মধ্যেই তিনি আবিষ্কার করে ফেলবেন এমনযন্ত্র যা দিয়ে বোঝা যাবে কুকুরের ভাষা!
গিজবটডটকম এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক স্লোবোডচিকফ এই বিষয়টি নিয়ে দীর্ঘ তিন দশক গবেষণা করেচলেছেন।
স্লোবোডচিকফ জানিয়েছেন, তিনি দিনের পর দিন বিভিন্ন মেজাজে কুকুরের ভিন্ন ভিন্ন গলার স্বর নিয়ে নিরীক্ষা করেছেন। তাঁর দাবি, কোনও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অনুবাদক যন্ত্রকেআলাদা আলাদা ডাকের তথ্য দিলেই সে বের করে ফেলবে কুকুরের কোন ডাকের কী অর্থ দাঁড়ায়।
এটি নিয়ে গবেষণায় স্লোবোডচিকফ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন শুধু অপেক্ষা যে, কবে তিনি সফল হন। তিনি সফল হলে এটা হবে বিজ্ঞানের অসামান্য আবিস্কার। এতে করে পোষা কুকুরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তবে কুকুর ছাড়াও অন্য প্রাণীদের ভাষা নিয়ে স্লোবোডচিকফ কি ভাবছেন, তা এখনো অস্পষ্ট। হয়তো প্রথম সফলতা আসলে পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি ভাববেন। bangla insider