শিরোনাম
◈ খালেদা জিয়া ছাড়পত্র পেলেন হাসপাতাল থেকে, উঠবেন তারেক রহমানের বাসায় ◈ বৃহৎ এলএনজি চুক্তি ট্রাম্প প্রশাসনের সঙ্গে, বছরে ৫০ লাখ টন কিনবে বাংলাদেশ ◈ মানুষ দ্রুত সংস্কার চায়, তাহলে আমরা এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি : প্রধান উপদেষ্টা  ◈ পতেঙ্গার পর মাতারবাড়ী বন্দর পরিচালনায় আগ্রহী সৌদি  আরবের কোম্পানি ◈ ৩১ তারিখের মধ্যে দাবি আদায় না হলে সারাদেশে কর্মসূচি দেওয়ার  হুঁশিয়ারি শিক্ষকদের (ভিডিও) ◈ রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকারের অংশ থেকে বের হয়ে যাবো : নাহিদ ইসলাম (ভিডিও) ◈ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ভোটাধিকার নিয়ে ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন তারেক রহমান ◈ আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রাচীরের ঐক্য লাগবে : জামায়াত আমীর 

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৭ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দরদি দিল নিয়ে তাবলিগের কাজ করতে হবে, আল্লামা মাহমুদুল হাসান

হুমায়ুন আইয়ুব : তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকায দিল্লির নিজামুদ্দীনের মুরুব্বি মাওলানা সাদের বয়ান নিয়ে আলেমদের মতপার্থক্য চলছে। তার বয়ান-বিবৃতি ও আমির হওয়া নিয়েও আছে আলেমদের নানা আপত্তি।
মাওলানা সাদের বিশ্ব আমির হওয়ার জের ধরেই তাবলিগের বাংলাদেশ মারকায কাকরাইলে দল-উপদল তৈরি হয়েছে। চলছে বহুমুখি সংকটও।কাকরাইলের অভ্যন্তরীণ সংকট এবং বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের আসা-না আসা নিয়েও আলোচনা এখন সর্বত্র।

গত ২৯ অক্টোবর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনেও বিষয়গুলো নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা হয়। আলোচনায় অংশ নেন কাকরাইলের সকল শুরা সদস্য, শীর্ষ আলেম-উলামা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। আলোচনা শেষে কাকরাইলের অভ্যন্তরীণ সংকট নিরসনে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং মাওলানা সাদের আপত্তিকর মতামত বিষয়ে ভারতের দারুল উলুম দেওবন্দের স্পষ্ট অবস্থান জেনে প্রতিবেদন পেশের জন্য আরও একটি পৃথক কমিটি করা হয়। অভ্যন্তরীণ সংকট নিরসনে গঠিত ৫ সদস্য হলেনÑ বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী, গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান, শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস ও মাকাযুদ দাওয়াহর শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালেক। মাওলানা সাদের বিষয়ে প্রতিবেদন পেশ ও দেওবন্দের মতামত জানার জন্য কাকরাইলের শুরার মুরব্বি মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কাকরাইলের কারী মাওলানা যুবায়ের আহমদ ও কাকরাইলের মাওলানা জিয়া বিন কাসেমকে দায়িত্ব দেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ নভেম্বর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাকরাইলের শুরার সকল সদস্য ও কমিটিতে থাকা ৫ আলেম উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা-পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর সর্বসম্মতিক্রমে এই পাঁচজন আলেমকে কাকরাইলের শুরার উপদেষ্ঠা ও পৃষ্ঠপোষক মনোনীত করা হয়।

উপদেষ্ঠা কমিটির সদস্য, যোগাযোগ ও সমন্বয়ের যিম্মাদার আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

দেশের শীর্ষতম আলেম, অরাজনৈতিক ও আধ্যাত্মিক প্রবাদপুরুষ, গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান এই প্রতিবেদককে বলেন, বিশ্ব ইজতেমা ও কাকরাইলের চলমান সংকট স্থায়ী হবে না। সৃষ্ট এ সাময়িক সংকটে হতাশার কিছু নেই। তাবলিগ জামাত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক মেহনত। কোটি কোটি মানুষের জীবন বদলের প্রধান মাধ্যম। সৃষ্ট জটিলতাগুলো সাময়িক। ধীরে ধীরে সমস্যা কেটে উঠবে। দাওয়াত ও তাবলিগের এই কাজ তার নিজস্ব গতিতেই চলবে বিশ্বময় ইনশা আল্লাহ ।

এ দেশের সরকার তাবলিগের সংকট সমাধানে খুবই আন্তরিক এবং কোনও অনৈতিক হস্তক্ষেপেরও পক্ষে নয়। হজরত উলামায়ে কেরাম, কাকরাইলের মুরুব্বিগণ ও সারাদেশের তাবলিগের সাথীদের মাঝে আন্তরিক ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে। কোনও অপশক্তিই কোনও রকম ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে দীনি এই কাজকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশা আল্লাহ।

বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টির জন্য স্বতন্ত্র একটি কমিটি আছে। তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদের মতামতের ভিত্তিতেই যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করি। তবে আইন-শৃঙ্খলার অবনতি কিংবা অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সবাইকে সজাগ থাকতে হবে বলেও মনে করেন তিনি।

সারাদেশে অঞ্চলভিত্তিক চলমান ইজতেমা প্রসঙ্গে মাওলানা মাহমুদুল হাসান বলেন, তাবলিগের সাথী ও হজরত উলামায়ে কেরামের কাছে দায়িত্বশীল আচরণ কামনা করছি। এখলাস ও লিল্লাহিয়াতের সঙ্গে কাজ করা ও পরস্পরে জোড় মিল মহব্বতের সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করছি। এই বিপর্যয়ে একে অপরকে আপন-আপন ও ভাই-ভাই মনে করে দরদি দিল নিয়ে তাবলিগের কাজ করার অনুরোধ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়