শিরোনাম
◈ চাকরি দেওয়ার কথা বলে যুবককে বলাৎকার, ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যা ◈ অ‌্যাস্টন‌ভিলার বিরু‌দ্ধে সহজ জয় পিএস‌জির ◈ বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-০ গো‌লে হা‌রি‌য়ে সেমিফাইনা‌লের প‌থে বা‌র্সেলোনা ◈ দেশের সব মাদ্রাসায় চৈত্র সংক্রান্তি-বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ ◈ সংস্কার নিয়ে কোন দল কী চায়, কী চায় না? কোথায় আপত্তি? ◈ ভারতের ট্রানজিট সুবিধা বাতিল: বেনাপোল বন্দর থেকে ৪টি ট্রাক ফেরত গেছে ◈ এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষায় বসছে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী ◈ বাংলাদেশে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা, খরচ পড়বে  কত? ◈ ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন ◈ ড. ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জাব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছেন তিনি।

সোমবার (৩১ মার্চ) তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন আলোচিত এই পরিচালক।

সোমবার (৩১ মার্চ) ফেসবুক নিজের আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আব্দুল জব্বার মন্ডল। এ সময় পোস্টে তিনি ভুয়া বা নকল কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের স্ক্রিনশর্ট যুক্ত করে দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক একাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর: ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।

শেষে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।’

দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করে নিরলসভাবে কাজ করে আসছেন আব্দুল জব্বার মন্ডল। তিনি বিভিন্ন অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছেন। তিনি তার শান্তশিষ্ট স্বভাব ও ধৈর্যশক্তির মাধ্যমে বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করেন, আবার শাস্তি বা জরিমানা প্রদান করেন। এর ফলে ক্রেতারাও লাভবান হচ্ছেন।

চলতি বছরের রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযজ্ঞে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। যেসব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মন্ডলকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়