শামীম হোসাইন: [২] সোমবার ভোরে উপজেলার কামারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে সেচযন্ত্র চালনার সময় বিদ্যুৎপৃষ্ট আ. বারেক নামে মৎস্য ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে।তিনি ওই গ্রামের মৃত শমশের আলীর ছেলে।
[৩] একইদিন বানিহালা ইউনিয়নে নলচাপড়া গ্রামে তালুকদার বাড়ির কামাল তালুকদার নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
[৪] তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, স্বজনের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসবি২
আপনার মতামত লিখুন :