শিরোনাম
◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৮ বিকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

না‌জিরপু‌রে ধানক্ষেতে বিদ্যুৎপৃষ্টে কি‌শো‌রের মৃত্যু

ম‌শিউর রহমান, না‌জিরপুর (পি‌রোজপুর): [২] পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বিদ‌্যুৎপৃষ্ট হ‌য়ে এক কি‌শো‌রের মৃত‌্যু হ‌য়ে‌ছে। মৃত ওই কি‌শোর উপ‌জেলার শ্রীরামকাঠী ইউ‌নিয়‌নের চৌঠাইমহল (বা‌রোহাজার) গ্রা‌মের আলমগীর ম‌ল্লিকের ছে‌লে সিয়াম ম‌ল্লিক (১২)। 

[৩] ঘটনা‌টি ঘ‌টে‌ছে ১২ ফেব্রুয়ারী সোমবার দুপু‌রে একই এলাকার আশ্রাব ম‌ল্লি‌কের ইরি ধানক্ষেতে। 

[৪] মৃত কি‌শো‌রের মা ইয়াস‌মিন বেগম জানান, গত ১১ ই ফেব্রুয়ারী রা‌তে ইরি ধানক্ষেতে ইঁদুর মারার উদ্দে‌শ্যে পা‌শের বা‌ড়ি দিলীপ সিকদা‌রের বা‌ড়ি হ‌তে সাইড লাইন অর্থাৎ (চোরা লাইন) নি‌য়ে কৃষক আশ্রাব মল্লিক তার ধান‌ক্ষে‌তে দেয় এবং লাইন‌টি সকা‌লে বন্ধ না ক‌রে একই অবস্থায় রে‌খে দেয়। 

[৫] সোমবার দুপু‌র ১ টার দি‌কে আমার ছে‌লে মা‌ঠে ছাগল আন‌তে গে‌লে বিদ‌্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থ‌লেই মারা যায়। আমি ছে‌লে‌কে উদ্ধার কর‌তে গে‌লে বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে আহত হই। পরবর্তী‌তে স্থানীয় লোকজন আমার ডাক‌-চিৎকা‌রে ঘটনাস্থ‌লে এসে বাঁশের লা‌ঠি দি‌য়ে বিদ‌্যুৎ লাইন থে‌কে ছা‌ড়ি‌য়ে আমা‌কে উদ্ধার ক‌রে। 

[৬] এ বিষ‌য়ে না‌জিরপুর থানার উপ-পু‌লিশ পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে মরদেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আ‌সছি। আমা‌দের প্রয়োজনীয় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। 

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়