শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ জুন, ২০২২, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২২, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার গোমস্তাপুরে মোটরসাইকেলের সাথে কাঠ বোঝাই একটি ট্রাক্টারের সংঘর্ষে আবদুল্লাহ আল-আজিজ(১২) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনা নিহতের বাবা নাইমুল হক (৪২) আহত হয়েছে।

রোববার সকাল আনুমানিক  ৯টার দিকে উপজেলার যাতাহারা-আক্কেলপুর আঞ্চলিক সড়কের শেখপাড়া ডিসির মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার রোকনপুর গ্ৰামে।

নিহতের চাচা আব্দুল বাসেদ আলী ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সকালে স্কুলে যাওয়ার পথে বাবা ও ছেলে  মোটরসাইকেল যোগে  বাড়ি থেকে বের হয়। পথে শেখপাড়া ডিসির মোড় নামক স্থানে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নাইমুল হকের ছেলে আবদুল্লাহ আল-আজিজ গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করে। রামেকে  নিয়ে যাওয়ার পথে কাশিয়াবাড়ী নামক স্থানে তার মৃত্যু হয়। ওই  ঘটনায় তার বাবা নাইমুল হক (৪২) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আরো জানান, ঘটনাস্থলে উপ-পরিদর্শক অমিত দেবনাথ উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। গাড়ীটি জনতার হাতে আটক রয়েছে।এ ঘটনায় মামলা রুজু  প্রক্রিয়াধীন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়