শিরোনাম
◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা ◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ

প্রকাশিত : ১৮ জুন, ২০২২, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২২, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আগুন নেভাতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

প্রতিকী ছবি

জহিরুল ইসলাম শিবলু : লক্ষ্মীপুরে চায়ের দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আলম (২৩) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকান্ডে মালামালসহ দোকান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক রাজু আহমেদ। নিহত আলম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইউছুফের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার দালাল বাজারে বাবলী সুপার মার্কেটের রাজু স্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

এর আগে আগুন নেভাতে চেষ্টা চালায় স্থানীয়রা। এ সময় অটোরিকশা চালক আলম বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাওয়ার আগেই আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একজন মারা গেছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়