শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৮ জুন, ২০২২, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২২, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আগুন নেভাতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

প্রতিকী ছবি

জহিরুল ইসলাম শিবলু : লক্ষ্মীপুরে চায়ের দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আলম (২৩) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকান্ডে মালামালসহ দোকান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক রাজু আহমেদ। নিহত আলম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইউছুফের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার দালাল বাজারে বাবলী সুপার মার্কেটের রাজু স্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

এর আগে আগুন নেভাতে চেষ্টা চালায় স্থানীয়রা। এ সময় অটোরিকশা চালক আলম বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাওয়ার আগেই আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একজন মারা গেছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়