শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৮ জুন, ২০২২, ০৫:২৬ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২২, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ২ কাভার্ডভ্যানের সংঘর্ষ, চালক নিহত

দুর্ঘটনাগ্রস্থ কাভার্ডভ্যান

হাসিব খান : গাজীপুরের জয়দেবপুর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক শামসুল হক নিহত হয়েছেন। 

গাজীপুর ফায়ার সার্ভিস ও মাওনা হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। শনিবার (১৮ জুন) ভোর রাত সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

৫০ বছর বয়সী নিহত শামসুল হক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার অলিউল্ল্যাহ্রর পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মাওনা হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম।

ওসি আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কাভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক শামসুল হক ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যানটি কেটে  তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এঘটনায় তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কাভার্ডভ্যান দুটিকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সামনের কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়