হাসিব খান, মগাজীপুর: গাজীপুরের বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলার কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে এক কৃষক এবং বিকেলে কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়।
নিহতরা হলেন: কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের মৃত আব্দুল কাদেরের ৫০ বছর বয়সী ছেলে কিরণ মিয়া ও কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকার মৃত আব্দুর রশিদের ৫৫ বছর বয়সী ছেলে আব্দুস সোবাহান। বিলে মাছ ধরতে গিয়ে কিরণ মিয়া এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায় আব্দুস সোবহান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, দুপুর ৩টার দিকে কাইজলি বিলে মাছ ধরতে যায় কৃষক কিরণ মিয়া। এসময় বজ্রপাতে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার পর কিরণ মিয়াকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামের কৃষক আব্দুস সোবহান শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যায়। এসময় বজ্রপাতে মাঠেই ওই কৃষকের মৃত্যু হয়। এলাকাবাসী সোবহানের নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সম্পাদনা: হ্যাপি
আপনার মতামত লিখুন :