শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২২, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২২, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বজ্রপাতে ১০ জনের মৃত্যু

বজ্রপাত

জেরিন আহমেদ : শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদরের দড়িকুষ্টিয়া বাল্লাপাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে বকর ও জাহাঙ্গীর নামে দুজন মারা যান। 

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান,  দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামে ফুটবল খেলার সময় তিন কিশোর নিহত হয়: আবু সাঈদ (১৪), শাওন মিয়া (১৩) ও স্বাধীন (১৪)। একইদিন ধোবাউড়া উপজেলায় সাঈদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

সিরাজগঞ্জে দুটি বজ্রপাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ডসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৪ জন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাকিল আহমেদ (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শাকিল আহমেদ শুয়াকৈর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার সকালে  শুয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল আহমেদ পাশের জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় ভারী বর্ষণের মধ্যে বজ্রপাত  হলে শাকিল গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা : মুরাদ হাসান

একইদিন বগুড়ার আদমদিঘীতে মরিচ তুলতে গিয়ে জহুরুল ইসলামে নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে কোমারভোগ গ্রামে এ বজ্রপাতের ঘটে।

রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে নাদিরা আক্তার (৫০) নামের এক নারীর মৃত্য হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাদিরা গোদাগাড়ীর পূর্ব বামনাইল গ্রামের পাতাল আলী মেয়ে। সে বাবার বাড়িতে বসবাস করতেন।

জাসা গেছে, নিহত নাদিরা বাড়ীতে গরু পালন করে জীবিকা নির্বাহ করে। তার গরু প্রতিদিনের মত মাঠে বেঁধে দিয়ে আসে। বেলা ১১ টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছ হয়। এই সময় তিনি মাঠে গরু আনতে যায়। মাঠ থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তিনি মারা যান। পরে বাসায় ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন মাঠে খোঁজতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে।

ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় প্রশাসনের বরাতে এসব তথ্য পাঠিয়েছেন ময়মনসিংহ প্রতিনিধি  আল আমিন, সিরাজগঞ্জ থেকে সোহাগ হাসান, সরিষাবাড়ী  প্রতিনিধি মোস্তাক আহমেদ, আদমদিঘী থেকে মমতাজুর রহমান, রাজশাহীর প্রতিনিধি মঈন উদ্দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়