শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ১৭ জুন, ২০২২, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২২, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বজ্রপাতে ১০ জনের মৃত্যু

বজ্রপাত

জেরিন আহমেদ : শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদরের দড়িকুষ্টিয়া বাল্লাপাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে বকর ও জাহাঙ্গীর নামে দুজন মারা যান। 

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান,  দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামে ফুটবল খেলার সময় তিন কিশোর নিহত হয়: আবু সাঈদ (১৪), শাওন মিয়া (১৩) ও স্বাধীন (১৪)। একইদিন ধোবাউড়া উপজেলায় সাঈদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

সিরাজগঞ্জে দুটি বজ্রপাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ডসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৪ জন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাকিল আহমেদ (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শাকিল আহমেদ শুয়াকৈর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার সকালে  শুয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল আহমেদ পাশের জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় ভারী বর্ষণের মধ্যে বজ্রপাত  হলে শাকিল গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা : মুরাদ হাসান

একইদিন বগুড়ার আদমদিঘীতে মরিচ তুলতে গিয়ে জহুরুল ইসলামে নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে কোমারভোগ গ্রামে এ বজ্রপাতের ঘটে।

রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে নাদিরা আক্তার (৫০) নামের এক নারীর মৃত্য হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাদিরা গোদাগাড়ীর পূর্ব বামনাইল গ্রামের পাতাল আলী মেয়ে। সে বাবার বাড়িতে বসবাস করতেন।

জাসা গেছে, নিহত নাদিরা বাড়ীতে গরু পালন করে জীবিকা নির্বাহ করে। তার গরু প্রতিদিনের মত মাঠে বেঁধে দিয়ে আসে। বেলা ১১ টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছ হয়। এই সময় তিনি মাঠে গরু আনতে যায়। মাঠ থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তিনি মারা যান। পরে বাসায় ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন মাঠে খোঁজতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে।

ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় প্রশাসনের বরাতে এসব তথ্য পাঠিয়েছেন ময়মনসিংহ প্রতিনিধি  আল আমিন, সিরাজগঞ্জ থেকে সোহাগ হাসান, সরিষাবাড়ী  প্রতিনিধি মোস্তাক আহমেদ, আদমদিঘী থেকে মমতাজুর রহমান, রাজশাহীর প্রতিনিধি মঈন উদ্দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়