শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ১৬ জুন, ২০২২, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২২, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত 

প্রতিকী ছবি

 

রুবেল মজুমদার: কুমিল্লার তিতাসে মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে এক বালু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় বেপরোয়া গতির ঘাতক ওই ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় আরো ৩ যাত্রি গুরুতর আহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টায় উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি এম এ করিম মুন্সীর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক বেপারী (৬০) জেলার মুরাদনগরের জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের নোয়াব আলীর ছেলে ও তিতাসের খানেবাড়ি এলাকার রাজ্জাক ট্রেডার্সের মালিক।
এদিকে একই ঘটনায় হারাইকান্দি গ্রামের মুখলেছের ছেলে অটোরিকশা চালক আক্তার হোসেনসহ (২২) আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কলাকান্দি বালুর মাঠ এলাকা থেকে ইট ভাটার জন্য মাটি বোঝাই করে নাম্বারবিহীন একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাস্তায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় যাত্রী রাজ্জাক বেপারী ও চালকসহ যাত্রীরা অটোরিকশাটি থেকে ছিটকে পড়ে যায়।

 এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাজ্জাক বেপারীর মাথা থেতলে মগজ বেরিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্যরা ট্রাক্টরের ধাক্কা ও রাস্তায় পরে গিয়ে আহত হয়।আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এ ব্যাপারে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়