শিরোনাম
◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব ◈ হঠাৎ বাংলাদেশের ‘ফোর্স’ নামের এক সিনেমায় পাকিস্তানি মডেল! ◈ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪৬ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় মাংস ব্যবসায়ী নিহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল দূর্ঘটনায় রফিক মোল্যা (২৮) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছে। 

[৩] বুধবার(৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের এম,কে ডাঙ্গী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। স্বজনেরা চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেবার পথে তার মৃত্যু ঘটে। রফিক সদর বাজারে মাংসের ব্যবসা করতো। দূর্ঘটনার পর অপর মোটর সাইকেলটি দ্রুত পালিয়ে যায়।

[৪] রফিক ওই ইউনিয়নের উত্তর আলম নগর মধু শিকদারের ডাঙ্গী গ্রামের  বাসিন্দা আনছার মোল্যার ছেলে। রফিকের দুই পূত্র ও স্ত্রী রয়েছে।

[৫] রফিকের বড় ভাই কামাল মোল্যা বলেন, সকালে রফিক মোটর সাইকেল যোগে তাদের পুরাতন বাড়ী এমকে ডাঙ্গী  যাচ্ছিল। এমকে ডাঙ্গী মাদ্রাসার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে তার সংঘর্ষ ঘটে। এতে রফিক পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রফিককে ফরিদপুরে পাঠানো হয়। ওই দিন বেলা বারোটার দিকে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে নিহতের পরিবার কোন অভিযোগ দায়ের করেনি। বুধবার বাদ আসর চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় এমকে ডাঙ্গী মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়