শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৫ জুন, ২০২২, ০১:৪৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২২, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটকেন্দ্রের পাশে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ভোটকেন্দ্রের পাশে সিলিন্ডার বিস্ফোরণ/ নিজস্ব ছবি

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর: মাদারীপুরের রাজৈর ‍উপজেলায় গোসেনপুর ভোটকেন্দ্রের পাশে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে বিক্রেতা জাহিদুল বেপারী (১৮) নিহত হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়। এসময় এক জনের পা বিচ্ছিন্নসহ আরো ৪জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) বেলা ১০টার  উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাচকাইচাইল গ্রামের মোস্তফা বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানায়, বদরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় গ্যাসের বেলুন বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে গ্যাস তৈরি করছিলো বিক্রেতা জাহিদুল, রাকিব (১৮) ও জুবায়ের মাতুব্বর (২২)। এসময় সিলিন্ডারটি অতিমাত্রায় গরম হয়ে বিস্ফোরণ ঘটে। এতে জাহিদুলের দুইপা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই সঙ্গে রাকিব ও জুবায়েরসহ স্থানীয় শিশু আদনান মোল্লা (১২) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘গ্যাসবেলুন সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়