শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৫ জুন, ২০২২, ০১:২১ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২২, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী আহত

মোটরসাইকেল

মোস্তাফিজুর রহমান: রাজধানীর শাহবাগে হাইকোর্ট মাজারের সামনে চার রাস্তার মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও   তার স্কুলপড়ুয়া দুই শিশু সন্তান আহত হয়েছেন। দু'জনের অবস্থা আশংকাজনক। 

বুধবার (১৫ জুন) সকালে ঘটনাটি ঘটে। সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহতরা হলেন- মাকসুদুল কায়ছার রয়েল (৪৫), মেয়ে রোজমি জাহান রাফা (১৩) বি এফ শাহিন স্কুলের ৭ম শ্রেণী ও ছেলে তানভির আহামেদ (৯) ৩য় শ্রেণীর শিক্ষার্থী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভার হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তারা আহত হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।  চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন, বাবা মেয়ে দু’জনের অবস্থা আশংকাজনক। 

আহত মাকসুদুলের শ্যালক মোঃ লিটন জানিয়েছেন, যাত্রাবাড়ির বাসা থেকে সকালে তার ভগ্নিপতি তাদের মোটরসাইকেল এ করে ক্যান্টনমেন্ট বি এফ শাহীন স্কুল কলেজ এ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে শুনতে পাই তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে হাসপাতালে আসি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়