কাওসার হামিদ, বরগুনা: [২] জেলার তালতলীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সাখাওয়াত মুন্সী (২৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
[৩] শনিবার(১৮ নভেম্বর) সন্ধা সাড়ে ৫টার দিকে উপজেলার মটখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত মুন্সী উপজেলা সড়কের রফিকুল মুন্সীর ছেলে ও তালতলী সদরের মুন্সী মার্কেটের মালিক।
[৪] থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাখাওয়াত মুন্সী ব্যবসায়িক কাজে বরগুনা থেকে তালতলীতে ফিরছিলেন। এ সময় ছোটবগী-তালতলী সড়কের মটখোলা নামক স্থানে এলে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গাছের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
[৫] তালতলী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, নিহত ব্যবসায়ীর মরদেহ হাসপাতাল হতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :