শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৩, ০৬:২০ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৩, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ ২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)। তারা উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেল করে চন্দ্রা সফিপুরের দিকে যাচ্ছিল নিরব ও জুবায়ের। কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে আঞ্চলিক সড়ক থেকে একটি মিক্সার গাড়ী মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের নিহত হয়। স্থানীয়রা নিরবে উদ্ধার করে সফিপুরে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিবর শফিপুর শাহীন স্কুল শাখার অষ্টম শ্রেণি ও জুবায়ের মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ এর এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

মোটরসাইকেল মালিক অন্তরের বাবা রমিজ উদ্দিন জানান, আমার ছেলে মোটরসাইকেল নিয়ে কলেজে যায়। পরবর্তীতে টিফিনের সময় তার বন্ধু নীরব তার কাছ থেকে মোটরসাইকেলটি অল্প সময়ের জন্য চেয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জানতে পারি আমার ছেলে মারা গেছে কিন্তু খোঁজ খবর নিয়ে দেখি আমার ছেলের মোটরসাইকেল আরেকজন নিয়ে গিয়েছিল। আমার ছেলে নিরব সুরক্ষিত অবস্থায়ই আছে কিন্তু মোটরসাইকেলে যে দুইজন আরোহী হয়েছিল তারা দুজনেই মারা গেছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জনান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি ও গাড়ির চালকেও আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়