শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৪ জুন, ২০২২, ১২:৫৯ রাত
আপডেট : ১৪ জুন, ২০২২, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত দুই তরুণের শরীর থেকে ফেন্সিডিল উদ্ধার

সড়ক দুর্ঘটনায় আহত দুই তরুণ

জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গা জীবননগর মহাসড়কের মা-বাবা ইটভাটা সংলগ্নে সোমবার রাতে মটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই তরুণের শরীর থেকে ৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন জীবননগর থানা পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার শিংনগর ঘোনা পাড়ার রফিকুল ইসলামের ছেলে আল আমিন (২০) ও পার্শ্ববর্তী দর্শনা সুলতানপুর এলাকার মমিনুল হকের ছেলে শিপ্লব হাসান (১৯)।

আহত দুই তরুণ মাদক ব্যাবসায়ী বলে জানান পুলিশ। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক জানান, জীবননগর- চুয়াডাঙ্গা মহাসড়কের পিয়ারাতলা এলাকার মা -বাবা ইটভাটা সংলগ্ন স্থানে একটি দ্রুতগামী মটরসাইকেল পিয়াতলা এলাকার পানুরা (৪০) নামের এক মহিলাকে ধাক্কা দেয়।  এতে দুই তরুণসহ তিনজন আহত হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকাবাসী তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেন।

তাৎক্ষণিক এএসআই ইমামুল ঘটনাস্থলে গিয়ে আহত দুই তরুণের শরীরে বিশেষ কায়দায় লুকানো ভারতী ৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আহতদের জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে গুরতর আহত পথচারী নারীকে উন্নত চিকিৎসার খুলনা সদর হাসপাতালে রেফার্ড করেন।

আহত দুই তরুণকে পুলিশ হেফাজতে জীবননগর হাসপাতাল চিকিৎসা দিচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়