শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১১ জুন, ২০২২, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২২, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ২৭ ঘন্টা পর

যুবকের ভাসমান মরদেহ নদী থেকে উদ্ধার

যুবকের ভাসমান মরদেহ নদী থেকে উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সুমন খান (৩০) নামের এক যুবকের ভাসমান মরদেহ ২৭ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। 

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার খাপড়াভাঙ্গা নদীর মধুখালী শাখা নদী সাউদের ভাড়ানি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯ টার পর মইয়া জাল নিয়ে বাড়ির পাশে খালে একা মাছ ধরতে যায়। সাড়ে ১১টা পর্যন্ত সে মাছ ধরে। এরপর থেকে নিখোঁজ থাকে। সুমন খান টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। কয়েকদিন আগে সে স্ত্রী ও  আড়াই বছরের সন্তান তাসিনকে নিয়ে মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে শ্বশুর আলাম সিকদারের বাড়িতে বেড়াতে যায় বলে স্বজনরা জানান।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, পটুয়াখালী থেকে আসা তিনজন ডুবুরির সাথে স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ অপারেশনে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাঝায় বাঁধা একটি মাছের ব্যাগ পাওয়া গেছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়