শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১১ জুন, ২০২২, ১১:৪০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২২, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ২ দিন পর ব্রহ্মপুত্র নদীতে ছাত্রলীগ নেতার মরদেহ

জাহিদ ফয়সাল ফাহিম

ডেস্ক রিপোর্ট: নিখোঁজের দুইদিন পর শনিবার (১১ জুন) সকালে নরুন্দি ইউনিয়নের কোচনধরা এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ছাত্রলীগ নেতা জাহিদ ফয়সাল ফাহিমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফাহিম উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের কানিল গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং বাংলাদেশ ছাত্রলীগের নান্দিনা উপজেলা শাখার সহ-সভাপতি। বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় নরুন্দি ইউনিয়নের কোচনধরা গ্রামের খানবাড়ী নৌঘাট এলাকায় নিখোঁজ হন ফাহিম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ফাহিম তার চার বন্ধুকে নিয়ে ডিঙ্গি নৌকায় ব্রহ্মপুত্র নদে ভ্রমণে বের হন। মাঝপথে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এসময় তার অন্যান্য বন্ধুরা সাঁতরে তীরে উঠতে পারলেও ফাহিম তলিয়ে যান। পরে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা

ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। শুক্রবার রাত পর্যন্ত তাকে না পেয়ে উদ্ধার অভিযান মুলতবি করে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যান। এরপর শনিবার সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে শনিবার সকাল ৭টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়