কায়সার হামিদ, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জহিরুল হক (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৪ যাত্রী। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।
[৩] বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া হিজোলিয়া স্টেশনে ঘটনাটি ঘটে।
[৪] এসময় ঘটনাস্থল পরিদর্শনে করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব ও শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম।
[৫] নিহত মো. জহুরুল হক উখিয়া উপজেলার সহকারী প্রকৌশলীর দ্বায়িত্বে ছিলেন বলে জানা গেছে। তিনি কুষ্টিয়া সদরের নৃসিংহপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
[৬] হাইওয়ে পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :