শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৯ জুন, ২০২২, ০৮:৫৭ রাত
আপডেট : ০৯ জুন, ২০২২, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে  নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজ

শেরপুর ডুবুরী

তপু সরকার হারুন : শেরপুরের নকলা-নালিতাবাড়ী দুই উপজেলার সীমান্ত এলাকা দক্ষিণ কোন্নগর ও ধনাকুশা এলাকার মাঝামাঝি ভোগাই নদীতে নৌকা পারি দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ইব্রাহিম মিয়া (৫৯) নামে এক মনোহরী ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টার দিকে নকলা ও নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কোন্নগর ও ধনাকুশা এলাকায় তিন নদীর মোহনায়  এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ইব্রাহিম এর মা সকালে স্ট্রোক করে। ফলে ইব্রাহিম তার শ্বশুরালয়ে থাকা স্ত্রীকে আনতে সকালে স্থানীয় রিকশাচালক মুজিবর রহমান কালুকে নিয়ে নকলা উপজেলার ধনাকুশা নদীর পার এলাকা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন।

সকাল সাড়ে নয়টার দিকে শ্বশুর বাড়ির কাছে থাকা ভোগাই নদী পার হতে গিয়ে একাই মাঝি বিহীন ছোট রশিটানা নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। এ সময় নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোত থাকায় স্রোতের তোড়ে রশি ছিঁড়ে যায় এবং নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এসময় নিখোঁজ হন ইব্রাহিম। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি।

 এক পর্যায়ে খবর পেয়ে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইব্রাহিম এর কোন সন্ধান পাওয়া যায়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিস এর ডুবুরী দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ।

এছাড়া খবর পেয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বছির আহমেদ বাদল ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়