শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৯ জুন, ২০২২, ০৮:৪৯ রাত
আপডেট : ০৯ জুন, ২০২২, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

সড়ক দুর্ঘটনা

জিয়া উদ্দিন সিদ্দিকী : বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা বুর্ োবাংলাদেশ এর আমতলী শাখা ব্যাবস্থাপক মোঃ আরিফুল ইসলাম (৩০) মটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আরিফুল উপজেলার ঘটখালী গ্রামে ঋণ আদায়ের জন্য মোটরসাইকেলে যাচ্ছিল। আমতলী-পটুৃয়াখালী আঞ্চলিক সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রলি তাকে চাপা দিয়ে চলে যায়। সাথে সাথে স্থানীয়রা তাকে আমতলী হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাঙ্খিতা মণ্ডল তৃনা জানান, আহত আরিফুল ইসলামের মাথায়, বুকে ও পায়ে প্রচুর আঘাত পেয়েছে। তাকে উন্নত চিকিৎসা জন্য বরিশালে প্রেরণের কার্যক্রম শেষ করার পূর্বেই তিনি মারা যায়। 

নিহত আরিফুলের বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার আলাউদ্দিন মিয়ার একমাত্র ছেলে। গত তিন বছর থেকে বুর্যো বাংলাদেশ, আমতলীতে শাখা ব্যাবস্থাপক হিসেবে কাজ করে আসছেন। 

ব্র্যাক আমতলী শাখা ব্যাবস্থাপক প্রনব তালুকদার বলেন, আমি শুনেছি একজন এনজিও কর্মীর দুর্ঘটনা হয়েছে। হাসপাতালে এসে দেখি আমাদের আরিফ ভাই। তিনি আমার হাত ধরে বলেন আমার বুকে প্রচন্ড ব্যাথা আমাকে চিকিৎসার ব্যবস্থা করেন। কিছু সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজীৎ কুমার সরকার বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে। আমতলী থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়