শিরোনাম
◈ পাকিস্তানে জন্ম নেওয়া ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ◈ সারজিস আলমের বিরুদ্ধে ভুয়া ভিডিও দিয়ে শ্লীলতাহানির মিথ্যা প্রচারণা ◈ পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে সাকিব আল হাসান ◈ জাহাজে ৭ খুন: মধ্যরাত থেকে পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি ◈ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই ◈ সময় টিভিতে সাংবাদিক ছাঁটাইয়ে হাসনাত আব্দুল্লাহ ও সিটি গ্রুপের ভিন্ন বয়ান, সংশ্লিষ্টতার বিষয়ে যা জানা যাচ্ছে ◈ সৌদি আরব সুখবর দিয়েছে ওমরাহ পালনকারীদের জন্য  ◈ সচিবালয়ই শুধু নয়, মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও ◈ ৭১ যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে ফেরার পথে বিকল জাহাজ ◈ মুক্তিযোদ্ধার তালিকা থেকে ‘ভুল’ স্বীকার করে নাম প্রত্যাহারের আবেদন!

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৩৭ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, দুই অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ নারীসহ আহত হয়েছেন ৫ জন। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ ঘটনাটি ঘটে।

[৩] নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- মারুফা বেগম (৪২) তার ছেলের স্ত্রী (যাত্রী) মারফিয়া আক্তার (২০) অন্তঃসত্ত্বা, একই বাড়ির ভাড়াটিয়া সালমা আক্তার (২২) অন্তঃসত্ত্বা, একই বাড়ির ভাড়াটিয়া রানী বেগম (৪০) ও সিএনজি চালক ইয়ার হোসেন (৪২)। 

[৪] ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা আহত মারুফার স্বামী শরীফ আলম বলেন, আমার ছেলের স্ত্রী মারফিয়া ৪ মাসের অন্তঃসত্ত্বা ও একই বাসার ভাড়াটিয়া সালমাও অন্তঃসত্তা। তাই আমার স্ত্রী মারুফা বেগম ছেলের বউ ও আমাদের একই বাড়ির ভাড়াটিয়া রানী ডাক্তার দেখাতে ও কার্ড করার জন্য বাসা থেকে ৪ জন একটি সিএনজি করে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে যাচ্ছিলেন।
পথে মোহাম্মদপুর থানাধীন বসিলা ব্রীজের ঢালে ট্রাক ও  সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক’সহ ৫ জন গুরুতর আহত হয়। এসময়  সিএনজিতে অজ্ঞাত বয়স্ক পুরুষ যাত্রী চালকের পাশে বসা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় বলেও জানান তিনি। দুর্ঘটনার পরপরই পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য প্রথমে সিটি হাসপাতালে নিয়ে যায়। সেখান তাদের শারীরিক অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য সকাল পৌনে ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

[৫] আহতরা উভয় বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, আহতদের উভয়ের অবস্থা আশঙ্কা জনক ও বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

[৬] এ  ঘটনায় ট্রাক এবং সিএনজি পুলিশ হেফাজতে আছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। সিএনজির যাত্রী আহত ৪জন কেরানীগঞ্জের আটিবাজার এলাকার একই বাড়ির ভাড়াটিয়া। সম্পাদনা: হ্যাপী

এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়