শিরোনাম
◈ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে যতদিন ◈ বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র ◈ ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা: সারজিস আলম ◈ ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর পক্ষে-বিপক্ষে নানা মত ◈ পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে রাস্তায় ব্যারিকেড, বন্ধ হবে ইন্টারনেট ◈ দেশে জ্বালানি তেলের দাম কত কমানো সম্ভব, জানালো সিপিডি ◈ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি, বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মধুমতি নদীতে গোসল, প্রাণ গেল যুবকের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

[৩] সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটলেও সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘন্টা চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আব্দুল্লাহ শেখ ওই গ্রামের মোমিন শেখের ছেলে। 

[৪] স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ শেখ মৃগী রোগে আক্রান্ত ছিল। সোমবার দুপুরে স্থানীয় কয়েকজনের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে। 

[৫] এ ব্যপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। 

[৬] এ বিষয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার মো. মিজানুর রহমান বলেন, দুপুরের দিকে এ ঘটনা ঘটলে স্থানীয়রা চেষ্টা করে না পেয়ে আমাদের খবর দেয়। থানা ষ্টেশনে কোনো ডুবরী না থাকায় তাৎক্ষণিক ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে ডুবরী দল এনে স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘন্টা চেষ্টার পর সন্ধ্যার দিকে ও যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আমাদের গাড়িতে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়